ভর্তি পরীক্ষার যোগ্যতা বুটেক্সের সমমান করার দাবীতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে বুটেক্সের অধিভুক্ত ৬টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা বাড়ানোর দাবিতে আজ মানববন্ধন করেছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

এসময় তারা দাবি করেন বুটেক্সের অধিভুক্ত কলেজগুলোতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নুন্যতম যোগ্যতা প্রতি বছর কমানো হচ্ছে; যা আমাদের প্রতিষ্ঠানগুলোর সাথে বেমানান।

মানব বন্ধনের সময় ছাত্রদের পক্ষে রাজু আহমেদ বলেন, “পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তির ন্যূনতম যোগ্যতায় এসএসসি এবং এইসএসসি উভয় পরীক্ষায় ৩.৫০ এবং বিজ্ঞানের বিষয়গুলোতে কমপক্ষে ৩.০০ একদমই মানানসই নয়। আমরা বিজ্ঞানের বিষয়গুলোতে ন্যূনতম ৪.০০ এবং জিপিএ ন্যূনতম ৪.০০ চাই।”

এছাড়া শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে মেডিকেল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়মানুযায়ী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর সাথে অধিভুক্ত কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করার দাবি জানান।

এসময় কলেজ শাখা ছাত্রলীগ ও কলেজের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!