মওলানা ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কবিতা পাঠ প্রতিযোগীতা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৫টায় শিশু প্রতিভা বিকাশ সংগঠন সৌজন্যে সুমন একাডমেী টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারের মিলনায়তনে এসব কর্মসূচির আয়োজন করে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন। মওলানা ভাসানী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এনামুল করিম শহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাট্যম টাঙ্গাইলের সভাপতি আশরাফ চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইলের সভাপতি আখতার হানিফ, কবি ও প্রাবন্ধিক আল রুহি, বিশিষ্ট লেখক ও গবেষক আওলাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচন ছিলেন সহকারী অধ্যাপক ফারহানা ইয়াসমিন। শিশু প্রতিভা বিকাশ সংগঠন আহবায়ক আবুল কালাম সদিদকিি নিপু।


 

 

 

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!