মধুপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশু যৌন হয়রানির শিকার, গ্রেফতার ১

এম এস ইসলাম আকাশ, বিশেষ প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের আউশনারা বুদ্ধি প্রতিবন্ধী এন্ড অটিস্টিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী প্রতিবন্ধী শিশু (১২) যৌন হয়রানির শিকার হয়েছে। ঘটনার বিবরনে জানা যায় আউশনারা ইউনিয়নের কৈয়াপাড়া গ্রামের শমসের নামক ৬৫ বছরের এক লোক প্রতিবন্ধী শিশুটিকে যৌন হয়রানি করে। শিশুটির পিতা রাজমিস্ত্রি, মা গার্মেন্টস কর্মী। শিশুটিকে একা পেয়ে লোকটি বেশ কয়েকবার যৌন নির্যাতনের চেষ্টা করে। এ ঘটনা গ্রামের মাতব্বরদের জানালেও তারা বিচার করেনি। কিন্তু আজ আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে শিশুটির মা ঘটনাটি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের হেড মিস্ট্রেস রাবেয়া নাসরিন রুমিকে জানায়। রুমি “উদীয়মান ইদিলপুর” নামক মাদক বিরোধী একটি সমাজ সচেতন গ্রুপকে জানালে তারা সাথে সাথে এগিয়ে আসে এবং তাৎক্ষনিক সিদ্ধান্তে মানব বন্ধন কর্মসুচী পালন করে। ঘটনাটি জানাজানি হলে উক্ত নির্যাতনকারী পাশে তারা মিয়া নামক এক লোকের বাড়ীতে আত্মগোপন করে। বিষয়টি টের পেয়ে উদীয়মান ইদিলপুরের সদস্যরা উক্ত তারা মিয়ার বাড়ী ঘেরাও করে রাখে। এর মধ্যেই চলে গ্রাম্য মাতব্বরদের ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার পায়তারা। তারা সালিসি বিচারের মাধ্যমে এর সুরাহা করতে চায়। কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা রাবেয়া নাসরিন রুমি এবং উদীয়মান ইদিলপুরের প্রচেষ্টায় মাতব্বররা সফল হতে না পেরে তাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়। মধুপুর থানা খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং নির্যাতনকারী শমসেরকে গ্রেফতার করে। নির্যাতনের শিকার শিশুটি এবং তার মাকে নিয়ে প্রধান শিক্ষিকা মহোদয় একটি টেম্পুতে থানার উদ্দেশ্যে রওনা দিলে গ্রাম্য মাতব্বররা ১০/১৫ জন লোককে লাটিসোটা দিয়ে তাদের উপর আক্রমনের জন্য লেলিয়ে দেয় কিন্তু উপস্থিত উদীয়মান ইদিলপুর এবং জনতার জন্য সফল হয়নি। সফল না হওয়ায় তারা আবারও প্রধান শিক্ষিকা ও নির্যাতিত শিশুটির মাকে দেখে নেওয়ার হুমকি দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নির্যাতনকারীর বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে…


 

 

 

 

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!