মন্ত্রীর নেওয়া সাইকেল ফেরত পেলেন না শামস!

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

থিয়েটার কর্মী শারমিন আক্তার শর্মীর পছন্দের বাহন সাইকেল। তার একমাত্র শখও সাইকেল চালানো। এজন্য ছয় মাস আগে তার স্বামী সুমন শামস একটি সাইকেল কিনে দিয়েছিলেন শর্মীকে। গত ২২ সেপ্টেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। সেখানে শর্মীর সাইকেলটি নিয়ে র‌্যালিতে যোগ দিতে এসেছিলেন সুমন শামস। তবে র‌্যালিতে যোগ দেওয়া হয়নি। কারণ, তার সাইকেলটি নিয়েই র‌্যালিতে অংশ নিয়েছিলেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (মঙ্গলবার) পর্যন্ত সাইকেলটি ফেরত পাননি সুমন শামস।

সেদিন আসলে কী ঘটেছিল জানতে চাইলে শামস বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। একজন পরিবেশবাদী হিসেবে র‌্যালিতে অংশ নিতে আমি সঙ্গে করে সাইকেলটি নিয়ে আসি। মঞ্চের একেবারে ডানপাশেই ওটা রাখা ছিল। অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের সাহেব র‌্যালি উদ্বোধন করার জন্য যখন চারদিকে তাকাচ্ছিলেন, তখন ডানপাশে তাকাতেই আমার সাইকেলটি তার চোখে পড়ে। আয়োজকদের পক্ষ থেকেও আমার সাইকেলটিই তাকে এগিয়ে দেওয়া হয়। তিনি তখন ওই সেটি নিয়েই র‌্যালির উদ্বোধন করেন। বিষয়টি নিয়ে আমিও খুব আনন্দিত ছিলাম। আমার সাইকেল দিয়ে র‌্যালি উদ্বোধন করছেন মন্ত্রী, সেই ছবিও তুলি। ’

সুমন শামস বলেন, ‘র‌্যালি উদ্বোধনের পর নিরাপত্তারক্ষী এবং আয়োজকদের কাছে নাকি সাইকেলটি ফেরত দেন মন্ত্রী। কিন্তু একজন মন্ত্রী যখন হাঁটেন, তখন তার সঙ্গে আরও অনেক মানুষ হাঁটেন। ওই মুহূর্তের পরপরই আমি দেখতে পেলাম, সাইকেলটি নাই। সঙ্গে সঙ্গেই আমি বিষয়টি আয়োজকদের জানাই। তারা মঞ্চ থেকে আমার নামসহ সাইকেল হারানোর বিষয়ে ঘোষণা করার পরও কোনও কাজ হয়নি। অনুষ্ঠানের শেষ পর্যন্ত (দুপুর সাড়ে বারোটা) বসে থেকেও সাইকেলটি ফেরত পাইনি।’

তিনি বলেন, ‘যদিও সেসময় বিষয়টি আমি মন্ত্রীকে বা অন্য কাউকে বলিনি। অপেক্ষা করার পর চলে এসেছি।  এরকম একটি অনুষ্ঠানে গেলাম যেখানে সাইকেল র‌্যালি হবে, সেখানে আরও অনেক সাইকেল এসেছে, কিন্তু সেখান থেকে যদি এভাবে একটি সাইকেল হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে মানুষকে কী শেখানোর আছে!’

কাউকে চাইলেই কী কিছু শেখানো যায় প্রশ্ন রেখে শামস বলেন, ‘তাহলে আমাদের দায়িত্ববোধের জায়গাটি কোথায়। আমার সাইকেলটি মন্ত্রী মহোদয় চালিয়েছেন। এটি একটি আনন্দের বিষয় ছিল আমার জন্য। কিন্তু তারপর যা হয়ে গেল, সেটি সারাজীবনের জন্য আমাকে শিক্ষা দিয়ে গেল।’

মূলত, সাইকেলটি চালাতেন শারমিন আক্তার শর্মী, সুমন শামসের স্ত্রী। থিয়েটারকর্মী শর্মী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে প্রতিদিন কাঁটাবনে যেতে হয় থিয়েটারের কাজে। কিন্তু সাইকেলটি হারানোর পর এখন প্রায় প্রতিদিনই আজিমপুরের শেখ সাহেববাজার থেকে হেঁটে যেতে হচ্ছে। কারণ, বেশিরভাগ সময় রিকশা পাওয়া যায় না। জ্যাম তো লেগেই আছে। এ জন্য  বাহন হিসেবে সাইকেলটা আমার খুব পছন্দের ছিল। স্বাচ্ছন্দ্যে আমি চলাফেরা করতে পারতাম। এমন একটা জায়গা থেকে এটা হারিয়ে গেল,যা খুবই  দুঃখজনক। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমার খুব শখের ছিল এই সাইকেলটা। তাই ঘটনাটি ঘটার পর থেকেই খুব মন খারাপ লাগছে।’

শর্মী বলেন, ‘আমার সাইকেলটি দিয়ে একজন মন্ত্রী  র‌্যালির উদ্বোধন করেছেন। আমি চেয়েছিলাম, সাইকেলটি  সংরক্ষণ করবো। তাই আমি যেকোনও উপায়ে  আমার সাইকেলটি ফেরত পেতে চাই।’

এ বিষয়ে সড়ক, পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্যস্ত রয়েছেন। একইসঙ্গে তিনি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাইকেলটির মালিককে সংশ্লিষ্ট থানায় জিডি (সাধারণ ডায়েরি) করতে বলুন। তখন পুলিশ এবং বিআরটিএ চেয়ারম্যানকে আমরা সাইকেলটি খুঁজে পেতে সাহায্য করতে বলবো।’

তথ্যসূত্র:- বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!