মাত্র ২টি ভুলের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে!!

ইসলামিক ডেস্কঃ মহান আল্লাহ তায়ালা আমাদের প্রিয় নবী রাসূল (সা.)-এর উম্মতদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিয়েছেন। আর জাহান্নামের যাওয়ার রাস্তা করেছেন অনেক কঠিন। তাইতো পবিত্র বা নেক কোন কাজের নিয়্যত করলে আমল নামায় সওয়াব যোগ হতে থাকে।  অন্যদিকে খারাপ কাজ সংগঠিত হওয়ার পরেই কেবল তা পাপে পরিণত হয়।

চলার পথে অনেক মানুষ এমন কিছু করে থাকে, যার জন্য সে জাহান্নামের আগুনে সারাজীবন জ্বলবে। আসুন জেনে নিই কোন দুটি কাজের জন্য অধিকাংশ মানুষই জাহান্নামের আগুনে জ্বলবে।

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদীসে উল্লেখ আছে, নবী কারীম (সা.) বলেন, সবচেয়ে বেশি যে বস্তু মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে তা দুটি ফাকা জায়গা আর তা হলো ১. লজ্জা স্থান ২. মুখ

অর্থ্যাৎ যারা (নর-নারী) তাদের লজ্জাস্থানের হেপাজত করবে না তারাই জাহান্নামী।
অপরদিকে যে দুটি বস্তু অধিকপরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেগুলো হলো- ১.আল্লাহভীতি  ২. সচ্চরিত্র। (ইবনে কাসীর)

মৃত্যু আবশ্যিক প্রত্যেক জীবের জন্য। মৃত্যু স্বাদ থেকে এখন পর্যন্ত কেও রক্ষা পায় নি এবং কেও পাবেও না। আমরা আমাদের জীবনের এই সময়ে যে কাজ করে যাব তার ফলাফলের উপরেই নির্ভর করে আমাদের পরকাল কেমন হবে তা ঠিক হবে। তাই জিবিত থাকতে আমাদের পরকালের হিসেব মিলেয়ে যেতে হবে। নাহলে মৃত্যুর পর আফসোস করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!