মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ।

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি | কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় মোট ৮টি ইউনিয়নে সরকারের আর্থিক প্রতিষ্ঠান ইডকল এর সহযোগী সংস্থা বেঙ্গল রিনিউএ্যাবল এনাির্জ লিমিটেড নিয়ামতপুর শাখার তত্তাবধানে টিআর/ কাবিটা
২০১৭-২০১৮ অর্থ বছর বাজেটের ৫০% বরাদ্দকৃত সোলার হোম সিস্টেম, সোলার স্ট্রিট লাইট, এসি সোলার সিস্টেম স্থাপন প্রক্রিয়া প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজ প্রায় শেষ হল।
টিআর / কাবিটার কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নিলে উপজেলার নির্বাহী অফিসার জনাব আবু সালেহ মোঃ মাহফুজুল আলম বলেন বেশ কয়েক জায়গায় পরিদর্শন করা হয়েছে গত বছরের ন্যায় এ বছরেও জনগনের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ, মোড়ে মোড়ে নির্জন জায়গা গুলিতে স্ট্রিট লাইট স্থাপন করায় সন্তোষজনক সাড়া পাওয়া গেছে।
নিয়ামতপুর সদরের তিন মাথার সবজির ব্যাপারী আবুল হোসেন বলেন সোলার স্ট্রিট লাইট স্থাপন করায় আমি এখন সন্ধ্যা ছয়টা হতে রাত ১০.৩০ টা পর্যন্ত সবজি বিক্রি করতে পারছি। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় মোট আট টি ইউনিয়নের চেয়ারম্যানগণ যথাক্রমে এক নং হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক , দুই নং চন্দননগরের চেয়ারম্যান মো: বদিউজ্জামান (বদি ) তিন নং ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক, চার নং, নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বজলুর রহমান (নঈম) পাঁচ নং রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক ছয় নং পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সৈয়দ মুজিব ,সাত নং শ্রীমন্ত পুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আজাহারুল ইসলাম ও আট নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো: আবুল কালাম আজাদ নিয়ামতপুর শাখায় কর্মরত বেঙ্গল রিনিউয়েবল এনার্জি লিমিটেড এর সার্ভিসিং দলকে স্বাগত জানান এবং এ ব্যাপারে সন্তুষ্ট হয়ে সকল ইউনিয়নের চেয়ারম্যান গণ পৃথক পৃথক প্রত্যয়ন পত্র প্রদান করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!