সেলিনা জাহান প্রিয়া’র কবিতা-মানবের হাট

 

 

মানবের হাট
———— সেলিনা জাহান প্রিয়া

কেউ কাউকে মুক্ত করতে পারছে না
কেউ কাউকে যুক্ত করতে পাড়ছে না!
যতই গভীরে যাই ততই চোরাবালি
যতই উপরে যাই ততই অসাড় দেখি!
শব্দের ক্যাম্পেইন করে কাব্যিক কবিরা
মূলত স্বার্থের দামে দেশ তুলে নিলামে
সব গোত্রেরই একটা সংহিতা থাকে
কবি লেখক মুক্ত হতে পারে কি?
পৃথিবী একটা রক্তের লাল ইতিহাস
পৃথিবী একটা সৃষ্টির আদিম ইতিহাস
যে যত রক্ত ঝরিয়েছে মানব কুলের
ইতিহাসে সেই বীর সেজে বসে আছে।
বৃক্ষ পশু জন্ম থেকে উলঙ্গ চিরদীন
তোমার পোষাকে দেখি আমি সর্বনাশ
নারী নাকি ধর্ষিত হয় পোশাকের অভাবে
শিশু কেন ধর্ষিত হয় পোশাক পড়া জাতে।
কিছু হেঁটে,কিছু পথ দৌড়ে শুধু চাই আর চাই
হাওয়াই মিঠা জীবনের রঙে সৃষ্টি শুধু খেলে।
রাষ্ট্র,সংবিধান,মানচিত্র,জাতীয়তাবাদ দেশ
সৃষ্টিকর্তা সৃষ্টি, মানব করে ভিভাজন জাতিতে
সংখ্যা গুরুরা বেশ মজা করে শাসন করে লঘুরে
ক্ষুদ্ররা কখনো পৌঁছাতে পারে না
পৃথিবী সংঘ বা সংঘমিত্র!
মিত্রতা – একফাঁদ মরন খেলা নীল নক্সায়
বাস্তবতায় মানব বিক্রি হয় মানবের হাটে।

add2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!