মানিককে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পাওয়া শিশু মানিককে (৬) রংপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।২৮ জুন (বুধবার) বিকেলে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ তাকে ওই কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে শিশুটি সেখানে অবস্থান করছে।সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ সূত্র জানায়, গত বুধবার দুপুরে মানিক (৬) নামের শিশুটি রেলওয়ে স্টেশনে একাই ঘোরাফেরা করছিল। এ সময় অজ্ঞাত শিশুটির চলাফেরার প্রতি দৃষ্টি পড়ে সেখানে অবস্থানরত রেলওয়ে স্টেশনের শ্রমিকদের (কুলি)। এ সময় তারা শিশুকে কাছে ডেকে তাঁর নাম ঠিকানা জানতে চান। এ সময় শিশুটি জানায় তাঁর নাম মানিক। বাবার নাম হারুন, রিক্সাচালক। আর মায়ের নাম মোছা. ফাতেমা গার্মেন্টেসে কাজ করেন। ঠিকানা বলে মৌচাক রতনপুর, ঢাকা। পরবর্তীতে রেলওয়ে স্টেশনে শ্রমিকরা বিষয়টি সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশকে অবগত করেন। পরে তাকে জিআরপি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদেও সে একই রকম নাম ঠিকানা বলে। এ অবস্থায় পুর্ণ ঠিকানা বলতে না পারায় সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম লুৎফর রহমান শিশুটিকে নিয়ে বিপাকে পড়েন। এ অবস্থায় বিভিন্ন রেলওয়ে স্টেশন ও থানাকে সৈয়দপুর স্টেশনে পাওয়া  শিশুটির বিষয়ে অবগত করেন তিনি। তারপরও শিশুটিকে তিনি কোথায় রাখবেন কিংবা কার হেফাজতে দিবেন ভেবেচিন্তে পাচ্ছিলেন না। এর মধ্যে তিনি শিশুটির জন্য নতুন শার্ট-প্যান্ট কিনে দেন। দুপুরে তাঁর জন্য ভাল খাবারের ব্যবস্থাও করেন। এরপর তিনি (ওসি)  শিশুটিকে নিয়ে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপারের শরণাপন্ন হন। এ সময় পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান  তাঁর অফিসে শিশুকে নিজের কাছে বসিয়ে অনেক আদর-যত্ন, শ্নেহ করে তাঁর নাম ঠিকানা বিষয়ে জানার চেষ্টা করেন। কিন্তু শিশু সব সময় একই ধরনের নাম, অসম্পূর্ণ ঠিকানা বলতে থাকে। পরবর্তীতে তাঁর (এসপি) পরামর্শে সৈয়দপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে খোঁজ-খবর নিয়ে শিশুটিকে রংপুরে সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রে পাঠানো হয়। সৈয়দপুর রেলওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আনোয়ার হোসেন ও কনস্টেবল মো. লিয়াকত হোসেন শিশুটি সঙ্গে নিয়ে গিয়ে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রে দিয়ে আসেন। সেখানকার হাউজ ব্রাদার সুজন চন্দ্র রায় রেলওয়ে পুলিশের কাছ থেকে শিশুটিকে গ্রহন করেছেন। বর্তমানে শিশুটি ওই কেন্দ্রেই অবস্থান করছেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!