মেঘ পাহা‌ড়ের প্রেম কা‌হিনী

মেঘ পাহা‌ড়ের প্রেম কা‌হিনী
সজীব মোহাম্মাদ আ‌রিফ

‌মেঘ পাহা‌ড়ের বু‌কের মা‌ঝে ঝর্ণা নিল ঠাই,

এমন মধুর মিলন মেলা যাহার জ‌ু‌রি নাই।

বৃ‌ষ্টি এ‌সে মুচ‌কি হে‌সে আদর ক‌রে গায়,

আদর সোহাগ জরাজ‌রি মিষ্টি চুম‌ু খায়।

এসব দে‌খে সূ‌র্যি মামা সপ্ত রঙ্গে হা‌সে,

আকাশ নীলা লীলাব‌তী ‌ভিষন ভালবা‌সে।

ধূসর মে‌ঘে হে‌সে ব‌লে তেমন কিছু নয়,

পাশাপা‌শি থাক‌লে প‌রে সবারই যা হয়।

পাহাড় ব‌লে এইটুকু যা,‌ দো‌ষের কিছু নয়,

অ‌তি‌থি মেঘ একটু খা‌তির একটু যত্ন এতে কি‌সের ভয়।

সব শু‌নিয়া নদী ব‌লে সবাই একটু শু‌নো,

‌তো‌দের প্রে‌মের ফসল কেন আমার ঘ‌রে বুনো।

আ‌মি অদম সাধ্য কি আর এত বোঝা বইবার,

বা‌কিটুকু উপ‌চে দি‌চ্ছে যেটুকু সাধ্য সইবার।

‌ক্ষেত খামার কয় ও‌রে নদী আমা‌দের কি দোষ,

‌তোদের জ্বালায় ফসল নষ্ট আ‌মি নন্দ ঘোষ।

সব শু‌নিয়া প্রকৃ‌তি কয় এই‌তো মো‌দের রী‌তি,

এ‌কের বু‌কে অ‌ন্যের বসত নি‌র্লোভ প্রেম প্রী‌তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!