মোংলায় ২৬কোটি টাকার ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মোংলা বন্দরের হারবারিয়া সংলগ্ন নন্দবালাখাল এলাকায় রবিবার (৪আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্কহেড ভর্তি ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন।

তবে এঘটনায় কাউকেই আটক করতে পারেনি তারা। কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে বাল্কহেড ভর্তি ভারতীয় শাড়ি কাপড়ের একটি বিশাল চালান মোংলা বন্দর এলাকা দিয়ে পাচার করা হবে গোপন সূত্রে এমন সংবাদ জানার পর শনিবার (৩আগস্ট) বিকাল থেকেই ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয় কোস্টগার্ড বাহিনীর অপারেশন টিমের সদস্যরা।

সারারাত অবস্থান করার পর রবিবার ভোর রাতের দিকে হারবারিয়া চ্যানেলের নন্দবালাখাল এলাকায় একটি বাল্কহেড দেখে ওই নৌযানে থাকা কয়েক জন চোরাকারবারীকে চ্যালেন্জ করে কোস্টগার্ড সদস্যরা।

এসময় বাল্কহেডে অবস্থান করা চোরাকারবারীরা কোস্টগার্ড বাহিনীর প্রতিরোধের মূখে টিকতে না পেরে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়।পরে ওই নৌযানে তল্লাশী করে বস্তা ভর্তি ২৪হাজার ৪৯৫পিস শাড়ি, ৩১পিস লেহেঙ্গা,  ১১৯পিস ফ্রক ও ৭৬পিস প্লাজো জব্দ করা হয়।

জব্দকৃত শাড়ী কাপড় ও বাল্কহেড কোস্টগার্ড বেইজে আনার পর সেখান থেকে মোংলা থানায় স্থানান্তর করা হয়েছে।
জব্দকৃত শাড়ি কাপড় ও বাল্কহেডটির আনুমানিকমূল্য ২৫কোটি ৫৫লাখ ৩৯ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান, সাম্প্রতিক সময়ে সুন্দরবন সংলগ্ন খুলনা,  বাগেরহাট ও সাতক্ষীরা এলাকার বিভিন্ন চোরাচালান কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় কোস্টগার্ড বাহিনীর পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। কঠোর নজর দারির কারনে বড় ধরনের ভারতীয় শাড়ি কাপড়ের চালানটি আটক করতে সক্ষম হয়েছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!