যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

যুক্তরাষ্ট্রে ফিরোজ-উল-আমিন (২৯) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে লুইজিয়ানার ব্যাটন রাউজ এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত ফিরোজের পৈত্রিক নিবাস গাজীপুর জেলায়।

নিহত ফিরোজ লুইজিয়ানা স্টেস্ট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে, সাইবার সিকিউরিট ’র ওপর পিএইচডি করছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ফিরোজ সিএসই থেকে স্নাতক শেষ করে উচ্চতর ডিগ্রি গ্রহণের উদ্দেশে যুক্তরাষ্ট্রে যান।

পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি গ্যাস স্টেশনে ক্লার্ক হিসেবে কাজ করতেন মো. ফিরোজ-উল-আমিন। শনিবার সকালে সেখানে এক ডাকাতি সংঘটিত হয়। এসময় গ্যাস স্টেশনটিতে কর্মরত ফিরোজকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সম্প্রতি ফিরোজকে বিশ্ববিদ্যালয়ের টিচিং অ্যাসিট্যান্টশিপের প্রস্তাবও দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!