রাজশাহী-খুলনা রুটে যুক্ত হবে ট্রেনঃ রেলমন্ত্রী

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজশাহী-খুলনা রুটে নতুন ট্রেন চালু হওয়ার কথা জানালেন রেলপথ মন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন।

শনিবার (২১ মে) পঞ্চগড় এক্সপ্রেস এর যাত্রা পথে ঠাকুরগাঁও এ স্বল্প বিরতিতে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।

মন্ত্রী জানান, রাজশাহী থেকে খুলনা রুটে যাত্রীদের নিকট ট্রেনের চাহিদা রয়েছে। যাত্রীদের চাহিদাকে প্রাধন্য দিয়ে অল্প কিছুদিনের মধ্যেই রাজশাহী-খুলনা ট্রেন চালু হবে আশা করছি।

পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় ও ঠাকুরগাঁও এর বাসিন্দাদের ঢাকা যাত্রাকে পূর্বের তুলনায় সহজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া পূর্বের যে টিকিট সমস্যা ছিল সেটিরও সমাধান হবে বলেন তিনি।

উল্লেখ্য, শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তঃনগর ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!