প্রয়াত সুরঞ্জিতের আসনে প্রার্থী হচ্ছেন জয়া সেনগুপ্ত

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত পরলোকগমন করেছেন। গত রোববার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আটবার নির্বাচিত এ সংসদ সদস্য। বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের দিরাই-সাল্লা নির্বাচনী এলাকায় শূন্য আসনের উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। তিনিই আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন বলে নিশ্চিত করেছে একটি বিশ্বস্ত সূত্র।

আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামী উপনির্বাচনে জয়া সেনগুপ্তকেই মনোনয়ন নিতে চান দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে সুরঞ্জিত-জয়া সেনগুপ্তের একমাত্র সন্তান সৌমেন সেনগুপ্তের প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই বলেও নিশ্চিত করেছে সূত্রটি।

সূত্র আরো জানায়, নারীর ক্ষমতায়নে বিশ্বাসী এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নারী সংসদ্যদের সংখ্যা বাড়ানোর যে তাগিদ ক্ষমতাসীন দলের ওপর রয়েছে সেদিক বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সুরঞ্জিতের স্ত্রী হিসেবে জয়া দীর্ঘ সময় অনেক অভিজ্ঞ, মেধাবী ও প্রজ্ঞাবান রাজনীতিবিদের সংস্পর্শে থেকে অনেক কিছু শিখেছেন, যা দেশ ও জাতির জন্য কাজে লাগবে।

উল্লেখ্য জয়া সেনগুপ্ত বাংলা ভাষা ও সাহিত্যে ডক্টরেট। তিনি একটি বেসরকারি সংস্থার শিক্ষা বিভাগে সমন্বয়কারী পদে দায়িত্ব পালন করেছেন। সুরঞ্জিত-জয়া সেনগুপ্ত দম্পত্তির একমাত্র সন্তান সৌমেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং কানাডা থেকে মাস্টার্স ডিগ্রি নিয়ে বর্তমানে ব্যবসায়ী। সৌমেনের স্ত্রী রাখী মৈত্রী সেনগুপ্ত পেশায় চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!