রেকর্ড দামে ‘বস’কে কিনলেন মেয়র আতিকুলের ভাতিজা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কোরবানির পশুকে আদর করে নানা নাম রাখা হয়। এবারের সেই পশুর মধ্যে আছে বস নামের এক গরু। ‘বস’ নামের এই গরুর ওজন এক হাজার ৪০০ কেজির মতো। গাবতলী পশুর হাটে বস নামের এই গরুটি রেকর্ড দামে বিক্রি হয়েছে। বুধবার বস বিক্রি হয়েছে ৩৭ লাখ টাকায়। মালিকের দাবি- বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি দামে আর গরু বিক্রি হয়নি। এটি গরু বিক্রির রেকর্ড!

গরুটি লালনপালন করেছেন মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাবিক অ্যাগ্রো খামারের মালিক ইমরান হোসাইন। আর কিনেছেন ইসলাম গার্মেন্টসের মালিক শাকির আহমেদ। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ভাতিজা।

‘বস’ কিনতে পেরে খুশি শাকির আহমেদ। তিনি জানান ‘আল্লাহর রাস্তায় সর্বোচ্চ উৎসর্গ করার জন্য গরুটি কিনেছি। সবাই দোয়া করবেন।’

খামারি ইমরান জানান, তার খামারে আরও বড় ধরনের গরু বিক্রি হয়েছে। তবে বসই সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। এর আগে মেসি বিক্রি হয়েছে ২৭ লাখ টাকায়, টাইটানিক ১৭ লাখ ৫০ হাজার টাকায়।

এ খামারে বিক্রির অপেক্ষায় আছে ‘টাইগার’। এর দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা। ‘রোজো’র মূল্য হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!