লারা-শচীনরা যা পারেনি মুশফিক গড়ল সে বিরল রেকর্ড

স্পোর্টস ডেস্কঃ শচীন  টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং, ওয়াসিম আকরাম, কুমার সাঙ্গাকারার মতো বিশ্বসেরা ক্রিকেটারদেরও যে রের্কড নেই সে বিরল রের্কড গড়ল মুশফকি।

একই মাঠে ১০০ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা বিশ্বের একমাত্র ক্রিকেটার বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০০ বা তারও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। মজার বিষয় হলো দীর্ঘদিন ২২ গজে শাসন করলেও শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং, ওয়াসিম আকরাম, কুমার সাঙ্গাকারার মতো বিশ্বসেরা ক্রিকেটাদেরও এই রেকর্ড নেই। এমনই চমকপ্রদ তথ্য জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

ক্রিকইনফোর বিশেষজ্ঞ স্টেভেন লিঞ্চের কাছে খালিদ জাফর নামের এক পাকিস্তানি জানতে চান, একই মাঠে ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারের নাম কি? উত্তরে তিনি জানান, ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশের মুশফিকুর রহিম এখন পর্যন্ত মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১০০ কিংবা তার বেশি ম্যাচ খেলেছেন। মিরপুরে খেলা মুশফিকের ম্যাচের সংখ্যা ১০৫টি।

মুশফিকের কাছাকাছি থাকা অন্য দু’জনও বাংলাদেশের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মিরপুরে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৯৭টি ম্যাচ। অন্যদিকে, টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ৯৩টি ম্যাচ খেলে তৃতীয় স্থানে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!