শফিক এক ডিজিটাল আইকনের নাম, সর্বশেষ অর্জন সেরা কন্টেন্ট নির্মাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শিক্ষক বাতায়নের সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হলেন মো: শফিকুল ইসলাম, তিনি টাঙ্গাইল সদর উপজেলার দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

বাল্যকাল থেকেই তার লেখাপড়ার প্রচুর আগ্রহ ছিল, মাধ্যমিক পর্যায়ে মানবিক শাখা থেকে গণিতে এ+ সহ এ গ্রেডে পাশ করেন, শুধু নিজের পড়াশুনার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি হতে পারেনী বিশেষ কারণে; সরকারি সা’দত কলেজে ভর্তি পরীক্ষা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হন, উচ্চতর পর্যায়ে জেলা ফাস্ট ক্লাস ফাস্ট হয়ে জেলা বৃত্তিপ্রাপ্ত হন ৷ ২০১১ সালে শিক্ষকতায় যোগদান করেন দেলদুয়ারের সুফিয়া কাশেম বহুমূখী উচ্চ বিদ্যালয়ে তারপর বর্তমান প্রতিষ্ঠান সদরের দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন ৷ প্রথম থেকেই আইসিটি সাথে বেশ কাজ করা শুরু করেন ৷ লেখাপড়ার প্রতি তার প্রচুর আগ্রহ সান্ধ্যকালীন “ল্যান্ড সার্বেয়ার কোর্স” সমাপ্ত করেন এবং টাঙ্গাইল ল’কলেজে এলএলবি শেষ পর্বে অধ্যয়ন করছেন ৷ তিনি বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণে সাফল্যের স্বাক্ষর রেখেছেন সর্বশেষ বিটিটি (আইসির বেসিক টিচার্স ট্রেনিং) এ ২য় স্থান অধিকার করেন৷ তিনি এটুআই গ্রোগ্রাম আইসিটি ডিভিশনের ই-লানিং প্লাট “মুক্তপাঠ” ও আইসিটি ফর ইডুকেশন এটুআই,আইসিটি ডিভিশনের জেলা অ্যাম্বাসেডর হিসাবে মনোনিত আছেন ৷ বিভিন্ন কর্মশালার মাধ্যমে উপজেলা ও জেলা শিক্ষা প্রসাশনকে সহযোগীতা করে যাচ্ছেন ৷ ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উন্নয়ন মেলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে মুক্তপাঠের মডেল কন্টেন্ট বিতরণ করেছেন ৷ জেলা পর্যায়ে WSIS জয়ী হতে ভোট ক্যাম্পেনিং করে এটুআই পাশে ছিলেন ৷ জেলাকে এগিয়ে নিতে আইসিটি অ্যাম্বসেডরদের সাথে সহযোদ্ধা হিসাবে কাজ করে যাচ্ছেন ৷ তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আইসিটি টিচার্স এসোসিয়েশন অব টাঙ্গাইলের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার আইটি সম্পাদক, জেলা আইসিটি কমিটির মুক্তপাঠ বিষয়ক সম্পাদক, সুজন(সুশাসনের জন্য নাগরিক) এর জেলা শাখার সদস্য, সাধারণ গ্রন্থাগারের সদস্য ৷ তার প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সহকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন ইনহাউজ প্রশিক্ষণ, বন্ধু দেয়াল করণ, বাগানকরণে সহযোগীতা করে থাকেন ৷ তিনি ২০১৭ সালে ফারিজা আইসিটি গুণীশিক্ষক সম্মাননা পদক প্রাপ্ত হন ৷ বর্তমান “দৈনিক ডোনেট বাংলাদেশ” এর জেলা প্রতিনিধি ও “দৈনিক মজলুমের কণ্ঠ” পত্রিকায় কলামিস্ট হিসাবে লেখালেখি করেন ৷ সর্বশেষ অর্জন হিসাবে শিক্ষক বাতায়নের সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হন ৷ তিনি নিজ প্রতিষ্ঠানসহ জেলাকে শিক্ষায় আইসিটি এগিয়ে নিতে জোড়ালো কাজ করে যাচ্ছেন সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ায় শিক্ষা প্রশাসনের কর্মকর্তবৃন্দ ও শুভাকাঙ্গীবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!