শহীদ বুলবুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে আব্দুর রব বগা মিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, সাবেক সংসদ সদস্য মরহুম ফজলে এলাহি আব্দুর রব বগা মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ বুলবুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক টিপু, গোলাম রব্বানী টেগার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশ^জিৎ ঘোষ, দপ্তর সম্পাদক আলহাজ¦ শরিফুল ইসলাম পলাশ, জেলা যুবলীগের সহ-সভাপতি খালেকুজ্জামান সুইট, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন খোকন, বিশিষ্ট সমাজসেবক ইমরোজ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, সভাপতি শিবলী সাদিক, সাবেক সহ-সভাপতি শেখ সাকিরুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন, সাবেক অর্থ সম্পাদক ডিজিটাল শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক শুভ, সাবেক দপ্তর সম্পাদক আদনান আল মাহফুজ চমন, সদর উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আরমান হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান মুজিব, সাংগঠনিক সম্পাদক নাজমুল বিশ^াস, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ হোসেন, শহীদ বুলবুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব হোসেন, জুয়েল, দপ্তর সম্পাদক মো. সুমন হোসেন, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন অনিক, এস এম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, চরতারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নীরব হোসেন, ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম সাজু, যুবলীগ নেতা আজমল, জনি প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শহীদ বুলবুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন জুন্নুন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. আশিকুজ্জামান শান্ত।

আলোচনায় বক্তারা বলেন, মরহুম ফজলে এলাহি আব্দুর রব বগা মিয়া ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর। পেশায় একজন ব্যবসায়ী হলেও তার ধ্যান জ্ঞান ছিল কিভাবে দেশ ও জাতির মঙ্গল সাধন করা যায়। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি হোসেন সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে রাজনৈতিক দল আওয়ামী লীগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এছাড়াও সকাল সাড়ে ৬টায় মরহুমের কবর জিয়ারত, বাদ যোহর পাবনা কোরানিয়া মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরণ, বাদ আছর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন মসজিদের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!