শামসুর রহমান খানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা 

 
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শামসুর রহমান খান (শাজাহানের) ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরন সভা অনুষ্ঠিত হয়েছে ৷ গত (২রা জানুয়ারি মঙ্গলবার) ঘাটাইলের হামিদপুর বাসস্ট্যান্ড চত্তরে স্বরন সভা অনুষ্ঠিত হয় ৷ এই স্বরন সভায় সভাপতিত্ব করেন তার ভাই জেলা আওয়ামীলীগের সদস্য জনাব, আতাউর রহমান খান ৷
উক্ত স্বরন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও (পিপি জজকোর্ট) আলমগীর খান মেনু, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আ.ন.ম. বজলুর রহমান রিপন, টাঙ্গাইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র হাসান আলী মিয়া, ঘাটাইল উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম হেস্টিং সহ বিপুল সংখক নেতাকর্মি ৷ বক্তারা মরহুম শামসুর রহমান খান (শাজাহানের) আত্মজীবন তুলে ধরেন ৷
এছারাও ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ অফিসে স্বরন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ৷ এতে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এস আকবর খান, যুগ্ন-আহ্বায়ক আঃ রহিম মিয়া, মজিবর রহমান সহ প্রমুখ ৷ এবং পৌরমেয়র শহিদুজ্জামান শহীদের পক্ষথেকেও স্বরন সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয় ৷
এছারাও ঘাটাইলের বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে দোয়া মাহফিলের আয়োজন করেন শামসুর রহমান খান স্মৃতি পরিষদ ও আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন গুলো ৷
উল্লেখ্য, মরহুম শামসুর রহমান খান শাজাহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মজিব নগর সরকারের সময় প্রাদেশিক সরকারের বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা জোনের চেয়ারম্যান ও গন পরিষদের সদস্য ছিলেন ৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তারপর টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ছিলেন ৷ ১৯৭৩, ১৯৭৬, ১৯৮৩ সালে ঘাটাইল আসনের সংসদ সদস্য ছিলেন ৷ তার রাজনীতির দুরদর্শিতায় কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ছিলেন অনেক দিন ৷ আর তিনিই আমৃত্যু টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ৷ তিনি জেলা আওয়ামীলীগের সভাপতি থাকা অবস্থায় ২০১২সালের ২রা জানুয়ারি মৃত্যুবরন করেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!