গোপালপুরে শিক্ষক দম্পতির বরখাস্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন

 

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আয়োজিত অনুষ্ঠান থেকে এক সিনিয়র শিক্ষককে অফিসে ডেকে নিয়ে মারপিটের ঘটনায় প্রধান শিক্ষক দম্পতির বরখাস্ত ও উপযুক্ত শাস্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও বিদ্যালয় হিতৈষী এলাকাবাসী আজ বৃহস্পতিবার স্কুল ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন। অভিভাবক জাহাঙ্গীর হোসেন খানের নেতৃত্বে মানববন্ধনে প্রধান শিক্ষক সেলিম রেজা ও তার স্ত্রী সহকারি গ্রন্থাগারিক ইসরাত জাহানকে বরখাস্ত ও উপযুক্ত শাস্তির দাবি জানান, অভিভাবক সুমন মিয়া, জাহাঙ্গীর হোসেন, দশম শ্রেনির শিক্ষার্থী আরিফ হোসেন, হৃদয়, জয়নাল, হিজল মিয়া, সোহেল, মনিরা খাতুন, মিনা খাতুন, নবম শ্রেণির ছানোয়ার হোসেন, সুজন, অষ্টম শ্রেণির সেলিম খান ও ইমরান হোসেন প্রমূখ। বক্তারা আরো জানান, অভিযুক্ত শিক্ষক দম্পতির বরখাস্ত ও উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে আরো কঠিন কর্মসূচি হাতে নিবেন তারা। প্রয়োজনে স্কুলে তালা ঝুলিয়ে অনির্দিষ্ট কালের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দিবেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে স্কুল পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দোষী শিক্ষক দম্পতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য আগামী শনিবার স্কুলের জরুরী সভা ডাকা হয়েছে। উল্লেখ্য, গত রবিবার স্কুল ক্যাম্পাসে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মঞ্চে উঠাকে কেন্দ্র করে ওই স্কুলের সিনিয়র শিক্ষক মতিয়ার রহমানকে অফিসে ডেকে নিয়ে বেদম পিটুনি দেন ওই শিক্ষক দম্পতি। এতে ক্ষুব্দ ছাত্রছাত্রী ও এলাকাবাসিরা তাদের অবরুদ্ধ করে অফিস ঘেরাও দিলে থানা পুলিশ চার ঘন্টা পর তাদের গনপিটুনির হাত থেকে রক্ষা করে। পরে পৌর মেয়রের জিম্মায় ঐ দম্পত্তিকে ছেড়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!