শেষ হলো টাঙ্গাইলের ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলা-২০১৭

 

 

শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডি.কম

টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুব হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলা-২০১৭ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ আসনের মাননীয় সাংসদ ছানোয়ার হোসেন।

মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন দপ্তর ও ব্যক্তিকে পুরুস্কার এবং বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টার ক্যাটাগরিতে কালিহাতীর পাইকড়া ডিজিটাল সেন্টার, শ্রেষ্ঠ পোস্ট-সেন্টার ক্যাটাগরিতে মির্জাপুর উপজেলা সদর পোস্ট ই-সেন্টার, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চা বিদ্যালয়, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নাগরিক সেবায় উদ্ভাবন বাস্তবায়নকারী হিসেবে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমুর রহমান, শ্রেষ্ঠ উপজেলা টীম ক্যাটাগরিতে ঘাটাইল উপজেলা টীম, ফেসবুকের মাধ্যমে নাগরিক সেবা প্রদান ও জনমত গঠনের জন্য ই-সেবা প্রদানকারী দপ্তর হিসেবে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রেষ্ঠ পোর্টাল এর দপ্তর বাসাইল উপজেলা, শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক ক্যাটাগরিতে মাভাবিপ্রবির সিএসই বিভাগের ছাত্র রাহাবুল ইসলাম, কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের আল আমিন এবং সৃষ্টি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাসুম আকন্দ পুরুস্কার লাভ করেন।

টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মখলেছুর রহমান সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ ও বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিমকে টাঙ্গাইল জেলা প্রশাসনকে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনলাইনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে বিভিন্ন ভাবে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য টাঙ্গাইলের সচেতন নাগরিকদের সোস্যাল মিডিয়া প্লাটফর্ম টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!