খানসামায় পিইসি, জেএসসি কৃতিশিক্ষার্থী ও বন্ধু শিশুদের সংবর্ধনা

ভূপেন্দ্র নাথ রায়, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা উদ্দীপনা স্বরুপ প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দিনাজপুর ইউনিট অফিসের আয়োজনে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। খানসামা উপজেলার ফিল্ড ফ্যাসিলেটর মি. ললিত জানান, গতকাল ৩ এপ্রিল বুধবার বিকেল ৩ ঘটিকায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দিনাজপুর ইউনিটের কার্যালয় খানসামা উপজেলার গোয়ালডিহিতে এক অনুষ্ঠানের মধ্যে পিইসি, জেএসসি ও বন্ধু শিশুদের সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান বক্তা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, রংপুর ডিভিশনাল ইউনিটের এ্যাসিস্ট্যান্ট রেসপনসিভ অফিসার সৈয়দ হাসিনুল কবির বাল্য বিবাহ নিরোধের উপর গুরুত্ব আরোপ করেন। এসময় তিনি বিভিন্ন প্রতিকূল অবস্থা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বাল্য বিবাহের বিরুদ্ধে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে’। একই সাথে তিনি উপস্থিত কৃতি শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হয়ে তাদের পিছিয়ে পড়া পরিবার ও দেশকে এগিয়ে নেয়ার উপদেশ দেন।

অনুষ্ঠানে  দিনাজপুরের খানসামা-চিরিরবন্দর উপজেলার ৩৩ জন শিক্ষার্থীকে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দিনাজপুর ইউনিট এ সংবর্ধনা দেয়। ৩৩ শিশুর মধ্যে পিইসির  ১১ জন সহ জেএসসির ২২ জন শিক্ষার্থী ও বন্ধু শিশুকে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দিনাজপুর ইউনিট উপহার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইনুল হক শাহ এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলদেশ, দিনাজপুর ইউনিটের কর্মীবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিনাজপুর ইউনিটের ম্যানেজার আব্দুল মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!