ওই প্রতিবেদন অনুযায়ী, ফোনের উপরে এবং নিচে থাকবে বিভিন্ন শেডের কার্ভড সেকশন। ফ্রন্টে ৪কে রেজলিউশনের বড় স্ক্রিন এবং উপরে নিচে চিকন বেজেল থাকছে। সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন বলা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে ফোনের স্ক্রিনের মধ্যে বিল্ট ইন অবস্থায়।

গুজব রয়েছে স্ক্রিনে বিল্ট ইন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে অ্যাপল এবং স্যামসাং উভয়ই কাজ করছে। আর এমন প্রযুক্তি যদি সনি তাদের ফোনে আগেই নিয়ে আসতে পারে তবে তা হবে বড় অর্জন। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৬ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ এবং ডুয়েল লেন্স রিয়ার ক্যামেরা।

সূত্র: টেকরাডার