সাংবাদিক সুশীল তরফদারের ৬৬তম জন্ম দিন পালিত

রনি ইমরান, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জন মানুষের কণ্ঠ বাংলাদেশ বেতারের পাবনার নন্দিত সাংবাদিক সুধীজন সহজ মানুষ সুশীল কুমার তরফদারের ৬৬তম জন্ম দিন পালিত হয়েছে । জীবনের ৬৬টি বসন্ত পেরিয়ে কত পথ হেঁটে যেন গোধূলী বেলার কোন এক মেঘময় অবিরাম বৃষ্টি শেষে, ঐ আকাশের রঙধনু সাত রঙে হেঁসে আছে আজও সুশীল কুমার তরফদার।

গতকাল শহরের শান্তিনগরে তার নিজ বাসায় আনন্দঘন পরিবেশে তাঁর ৬৬তম জন্ম দিন পালিত হলো। তিনি বাংলা সনের ১৩৫৯ সালের ২৫ আষাঢ় এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রী অনীল চন্দ্র তরফদার ও মাতা দেবীকা রানী তরফদারের ঘরে জন্ম গ্রহণ করেন তিনি। ১৯৬৮ সালে কৃতিত্বের সাথে পাবনা জেলা স্কুল থেকে মাধ্যমিক, ১৯৭০ সালে পাবনা ইসলামিয়া কলেজ বর্তমানে শহীদ বুলবুল কলেজের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে উচ্চ মাধ্যমিক ও একই কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এছাড়া পাবনা হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ডিএইচএমএস কোর্স সম্পন্ন করেন। বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ছিলেন। এছাড়া পাবনা টাউন গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসাবে দীর্ঘদিন যুক্ত ছিলেন। পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতিসহ বিভিন্ন পদে নির্বাচিত হন তিনি। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির আজীবন সদস্য তিনি। বর্তমানে কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ পাবনা জেলা কমিটির সদস্য। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলাদেশ মুক্তঙ্গণ থেকে প্রকাশিত ও পশ্চিম বাংলার বালুর ঘাট থেকে মুদ্রিত দৈনিক প্রতিদিনে কাজ করার মধ্য দিয়ে তিনি সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক দিনকাল, দ্যা ফিনাশিয়াল এক্সপ্রেস ও সব শেষে রূপালীর পাবনা জেলা সংবাদদাতা হিসেবে কাজ করেন। এছাড়া ৮০ ও ৯০ দশকে স্থানীয় ও জাতীয় পত্রিকায় পাবনা ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ফিচার ও কলাম লিখেছেন। পাবনা সাংবাদিক জগতে পরিচিত মুখ সুশীল তরফদার। তার জন্মদিন পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের ব্যুরো চীফ উৎপল মীর্জা, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি ও সমকালের স্টাফ রিপোর্টার এমবিএম ফজলুর রহমান, পাবনা রির্পোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, বাংলাদেশ প্রতিদিন ও সময় টিভির জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি রিজভী জয়, পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পন জেলা প্রতিনিধি, খবর বাংলার প্রধান প্রতিবেদক রনি ইমরান, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি, পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী সদস্য আরকে আকাশ, আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মিজান তানজিল। এ সময় সুশীল কুমার তরফদারের পত্নী শিখা রানী তরফদার সবার মাঝে কেক, লুচি, মিষ্টি, সবজীসহ মুখরোচক খাবার বিতরণ করেন। আপ্যায়ন করেন ইন্দালী সরকার ও অয়ন সরকার। তাদের এ আপ্যায়নে মুগ্ধ হয়ে যান আগত অতিথিবৃন্দ। শ্রী সুশীল কুমার তরফদারের আগামী দিন যেন আরও সুন্দর হয় সবাই শুভ কামনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!