আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদীর রিভিউ সুপ্রিম কোর্টের কার্যতালিকায়

অনলাইন প্রতিনিধি ।  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সরকারের করা আবেদন সুপ্রিম কোর্টের কার্যতালিকায় এসেছে।
সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির আদালতের কার্যতালিকায় ১৪৭ নাম্বারে রয়েছে। ফলে আজ এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১৬ সালের ১২ জানুয়ারি সাঈদীর সর্বোচ্চ শাস্তি চেয়ে রাষ্ট্রপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করে। এর পাঁচদিন পর ১৭ জানুয়ারি খালাস চেয়ে রিভিউ করেন সাঈদী।
আমৃত্যু কারাদণ্ড থেকে সাঈদীর খালাস চেয়ে রিভিউ আবেদন করার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাঈদীর ফাঁসি চেয়ে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন করার কোনো আইনগত বৈধতা নেই বলে মন্তব্য করেন তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
খন্দকার মাহবুব বলেন, ’যদি কোনো অভিযোগে অপরাধ প্রমাণিত হয়, সেই অপরাধের সাজা কী দেবেন সেটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এ বিষয়ে রিভিউ করার কোনো আইনগত বৈধতা রাষ্ট্রপক্ষের নেই।’
অযথা চাপ সৃষ্টির জন্যই রাষ্ট্রপক্ষ এ রিভিউ আবেদন করেছে বলে মন্তব্য করেন তিনি।
খন্দকার মাহবুব আশা প্রকাশ করে বলেন, ’রিভিউয়ের রায়ে আমরা বিজয়ী হব, সাঈদী সম্পূর্ণভাবে খালাস পাবেন।’
মোট ৯০ পৃষ্ঠার রিভিউ আবেদনে আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পাওয়ার অনুকূলে ১৬টি যুক্তি দেখানো হয়েছে।
অপরদিকে সাঈদীর সাজা অমৃত্যু কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য গত ১২ জানুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করে। রাষ্ট্রপক্ষের ৩০ পৃষ্ঠার মূল আবেদনে ৫টি গ্রাউন্ড দেখানো হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরবর্তীতে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!