সাহিত্যের জাগরণ” সৃজনশীল সংগঠনের মাসিক সাহিত্য সভা ও পূনর্মিলনী অনুষ্ঠিত

এম এস ইসলাম আকাশ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল শুক্রবার ছিল আন্তর্জাতিক সাহিত্য সংগঠন সাহিত্যের জাগরণ পরিবারের জমজমাট মাসিক সাহিত্য সভা ও পূনর্মিলনী অনুষ্ঠান। প্রতিষ্ঠাতা সভাপতি কবি আসাদুল্যাহ আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যের জাগরণ এর উপদেষ্টা সাহিত্যপ্রেমী ডেপুটি ডিরেক্টর অব বাংলাদেশ ডিফেন্স জনাব মাহাবুব রেজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর আজীবন সদস্য কবি ও সাংবাদিক জনাব আতিক হেলাল, বিশিষ্ট কণ্ঠশিল্পী ও আবৃত্তিকার জনাব বদরুল আহসান খাঁন, কণ্ঠশিল্পী জাহিদ হোসেন মানিক, সংগঠনের যোগাযোগ বিষয়ক সম্পাদক লেখিকা রোজা রিফা, পরিচালক লেখক এম এস ইসলাম আকাশ। জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক কবি টিপু রহমান। কবি জাফর পাঠান।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাহিত্যের জাগরণ সংগঠনের সিনিয়ন এডমিন সংগঠক মামুন আব্দুল্লাহ, সিনিয়র এডমিন লেখিকা ইভা আলমাস, লেখক জালিজ মাহমুদ খান, লেখক আনসার উদ্দিন ভূঁইয়া, লেখক আরিফুর রহমান, দিল্লি থেকে আগত সংগঠনের প্যানেল সদস্য লেখিকা নায়লা পাইলট, অন্য ভুবন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক মোঃ আমির উদ্দীন, লেখক মোঃ সাগর, লেখক জুবায়ের হাসান, কবি এ এফ রহমান, গায়ক হাসান, লিটন মাহামুদ, শিকদার হূমায়ুন, সাহিত্যপ্রেমী আলমাস ফরিদ, বাবু আকারাম, লিয়াকত উল্লাহ, সুমন ভুঁইয়া, প্রদীব চন্দ্র, সিয়াম রাশেদ মিলনসহ ক্যামেরাম্যান পেপার টিভি মিডিয়া প্রশাসনিক লোকজনসহ আরও অনেকেই ছিলেন যাঁরা অনুষ্ঠানটিকে সাফল্যে ভরে দিয়েছেন। বিশিষ্টজনদের অভিমত, অর্ধশত সৃজনশীল ব্যক্তিত্বসম্পন্ন কবি লেখক সংগঠকদের এমন প্রানবন্ত অনুষ্ঠান সাহিত্যপ্রেমীসহ অন্য সংগঠনের জন্য ভবিষ্যত নির্দেশনা হিসাবে কাজ করবে।

অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ইভা আলমাস, রোজা রিফা ও আসাদুল্যাহ।

কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি মাহবুব রেজা। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান-
প্রথম পর্বঃ- পরিচিতি পর্ব, কবিতা আবৃত্তি, শুভেচ্ছা বক্তব্য, সংগঠনের ধারাবাহিক মাসিক বিশেষ কবিতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কর্মসূচি।নামাজের বিরতি দেয়া হয় ১৫ মিনিট।

দ্বিতীয় পর্বঃ- এ পর্বের প্রথমে নাশতা শেষে শুরু হয় সাহিত্য ও সংগঠন সংশ্লিষ্ট মূল আলোচনা সভা। এ সময় সাহিত্য ও সাহিত্যের জাগরণ সংগঠন সংশ্লিষ্ট উন্মুক্ত বক্তব্য রাখেন, জাফর পাঠান, বিশিষ্ট কণ্ঠশিল্পী ও আবৃত্তিকার, বদরুল আহসান খাঁন, সংগঠক মামুন আব্দুল্লাহ, জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা কবি টিপু রহমান, সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট সৃজনশীল কবি ও সাংবাদিক আতিক হেলাল, সম্মানিত প্রধান অতিথি ডেপুটি ডিরেক্টর মাহাবুব রেজা।

তৃতীয় পর্বঃ- এ পর্বে প্রথমে ছিল সংগঠন সংশ্লিষ্ট সদস্য ও উন্মুক্তদের যে কোনো প্রশ্নের উত্তর প্রদান। প্রশ্নের উত্তর প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুল্যাহ।এরপর প্রতিষ্ঠাতা সভাপতির সংগঠন সংশ্লিষ্ঠ ভবিষ্যত দিক নির্দেশনামূলক ও বাংলা থেকে বিশ্বের বর্তমান পরিস্থিতিতে লেখক সাহিত্যিকদের করণীয় হিসাবে সত্য সতীর্থের আলোকিত বক্তব্যে কনফারেন্স হল হঠাত নীরব হতে দেখা যায়। এরপর সম্মানিত অতিথিদের সম্মতিপূর্বক আগামী দিনে সতীর্থে চলা বলা ফলার নতুন প্রেরণা দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ঊর্ধ অর্ধশতাধিক কবি লেখক সংগঠকদের এমন মিলনমেলা সাহিত্যমোদীদের প্রাণের উচ্ছ্বাস যুগিয়েছে। বিশেষ অতিথি, প্রধান অতিথি, প্রতিষ্ঠাতা সভাপতির বক্তব্য, বিশিষ্ট আবৃত্তি শিল্পী, কণ্ঠশিল্পীর আবৃত্তি, গানসহ সংগঠন সংশ্লিষ্ট ও উন্মুদের গান আবৃত্তিতে প্রাণে-প্রাণ মন ছুঁয়ে গিয়েছিল সবার।

অনুপস্থিত অনেকে আফসোস করেছে। উপস্থিত-অনুপস্থিত অনেকানেক কবি বিশিষ্ট সংগঠক নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে জানা যায়, সাহিত্যের জাগরণ আয়োজিত এমন সৃজনশীল নিয়মতান্ত্রিক সুবিন্যাস্ত কাঠামোগত সুন্দর পরিশিলিত প্রোগ্রাম কবি লেখক সাহিত্যিকসহ বিশেষ করে অন্য সংগঠক সংগঠনের জন্য নতুন প্রেরণাময়ী বার্তা হিসাবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!