মোঃ আরিফুল ইসলাম এর কবিতা- সোসাল মিডিয়া

সোসাল মিডিয়া
মোঃ আরিফুল ইসলাম
জন‌সেবার না‌মে সবাই ফ‌টো‌সেশ‌নে মত্ত,
বাস্তবতা ভু‌লে  ভা‌র্চুয়া‌ল জগ‌ৎ ক‌রছে আয়ত্ত।
দু‌র্যো‌গে ত্রাণ নাই প্র‌তিশ্রু‌তির ফুলঝু‌ড়ি,
‌যেটুকু বরাদ্দ তার আ‌শি ভাগই হয় চু‌রি।
আমলা থে‌কে কামলা পা‌তি‌নেতা থে‌কে ম‌ন্ত্রী,
সবাই সেল‌ফি জ্ব‌রে আক্রান্ত আ‌ছে মান‌ষিক বিভ্রা‌ন্তি।
সবাই এখন নায়ক সা‌ঝে ফাটা‌কেষ্ট হ‌বে,
একটাই ধ্যান জ্ঞান কত লাইক পা‌বে।
উদ্ভট সব আচার আচারন উন্মাদ সব ছ‌বি,
লাইক পাওয়ার জন্য এরা কর‌তে পা‌রে সবই।
দু‌র্যো‌গে এরা সু‌যোগ খো‌জে লাইক পাওয়ার মাধ্যম,
জনগণ ঠিকই বো‌ঝে কে উত্তম কে অধম।
হাজার হাজার লাইক ক‌মে‌ন্টে‌সে এরা আত্নতৃ‌প্তি‌তে ভো‌গে,
‌বো‌ঝেনা এসব চাটুকারগণ দুঃসম‌য়ে পিছন থে‌কে ভা‌গে।
এখন আর কেউ আমজনতা নাই সবাই সে‌লি‌ব্রে‌টি,
‌পে‌টে এ‌দের ভাত নাই পা‌য়ের নি‌চে নাই মা‌টি।
এক পোশা‌কে দুবার ছ‌বি পোষ্ট ইজ্জ‌তের ব্যাপার,
এই রো‌গে‌তে কলহ ছড়াচ্ছে
ধ্বংশ হ‌চ্ছে প‌রিবার।
ক লিখতে কলম ভা‌ঙ্গে ‌তি‌নিও আজ ক‌বি,
অ‌ভিন‌য়ের অ জা‌নে না তি‌নিও ক‌রেন  ছ‌বি।
বিদ্যাল‌য়ের গ‌ন্ডি পেরায়নি তি‌নিও মস্ত বড় বিজ্ঞ,
আকলম লিখ‌ছেন কলাম  ভা‌বে বি‌শেষজ্ঞ।
রাজনী‌তি এখন সেল‌ফি নির্ভর ব্যানার পোষ্টা‌রের ধুম,
জন‌প্রিয়তার বিরাম্ভনায় রাত কাটায় নির্ঘুম।
সবাই এখন বড় নেতা ক‌র্মির দেখা নাই,
এত নেতা রাখ‌বো কোথায় এত খোয়ার কোথা পাই।
সবার কা‌ছে মিন‌তি যেন শুভবু‌দ্ধি উদয় হয়,
সোসাল মি‌ডিয়া যেন জনকল্যানকর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!