সৈয়দ আশরাফের আসনে নৌকার মনোনয়ন নিলেন ভাই-বোনসহ ৮ জন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কিশোরগঞ্জ-১ আসনের পুনঃনির্বাচনে আওয়ামী লীগের ফরম সংগ্রহ করেছেন ৮ জন মনোনয়নপ্রত্যাশী। শুক্রবার (২৫ জানুয়ারি) ছিলো মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের শেষ দিন। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেন আগ্রহীরা।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ফরম বিক্রির দ্বিতীয় দিনে কিশোরগঞ্জ-১ আসনে ছয়জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছিলেন।

শুক্রবার কিশোরগঞ্জ-১ আসনে ফরম সংগ্রহ করেন সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সৈয়দ আশরাফের মামাতো বোন আনা মিল্কী।

এছাড়াও শুক্রবার কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সাদী ফরম সংগ্রহ করেন।

এর আগে, গত দুই দিনে কিশোরগঞ্জ-১ আসনে সদ্যপ্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেজ ছেলে রাসেল আহমেদ তুহিন। সৈয়দ শাফায়েতুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সৈয়দ আশরাফের ব্যক্তিগত সহকারী তফাজ্জল হোসেন। রাসেল আহমেদ তুহিনের পক্ষে ফরম সংগ্রহ করেন জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমন।

একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে ফরম সংগ্রহ করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, মশিউর রহমান হুমায়ুন এবং এম এ হান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!