সোলার প্রকল্পের ২০১৮-২০১৯ অর্থবছরে নওগাঁ জেলার মোট ১১টি উপজেলায় ১১টি কোম্পানি সোলার এর কাজ ইডকল উপজেলা ভিত্তিক মনোনয়ন পেয়েছে ।

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁ জেলার ১১টি উপজেলায় টিআর /কাবিখা /কাবিটা সোলার এর কাজ ইডকল এর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারক নং 51.00.0000.422.22.001.15-124 তারিখ ০৩-০৪-২০১৬ ইং মোতাবেক টি আর /(কাবিটা /কাবিখা) প্রকল্পের ২০১৮ -২০১৯ অর্থবছরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড(ইডকল) এর নিম্নোক্ত কোম্পানিগুলো সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। উপজেলা ভিত্তিক কোম্পানিগুলো ইতিমধ্যে ইডকল কর্তৃক মনোনীত করা হয়েছে । ধামুরহাট উপজেলায় সোলারেন ফাউন্ডেশন, নওগাঁ সদর উপজেলায় সাইফ পাওয়ারটেক লিমিটেড, পত্নীতলা উপজেলায় সমাজ উন্নয়ন পল্লী সংস্থা, মহাদেবপুর উপজেলায় রুরাল এনার্জি এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ(আর ই ডি আই), নিয়ামতপুর উপজেলায় বেঙ্গল রিনিউয়েবল এনার্জি লিমিটেড, মান্দা উপজেলায় সোলারেন ফাউন্ডেশন, বদলগাছী উপজেলায় পাতাকুরি সোসাইটি ,পোরশা উপজেলায় রিমসো ফাউন্ডেশন, আত্রাই উপজেলায় সোলারেন ফাউন্ডেশন, সাপাহার উপজেলায় শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন এবং রানীনগর উপজেলায় সোলারেন ফাউন্ডেশন কাজ পেয়েছে বলে নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!