সৌদিতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ক্ষুদে হাফেজ শিহাব উল্লাহ

ইসলামিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সৌদির মক্কায় মসজিদুল হারামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক্ষুদে হাফেজ শিহাব উল্লাহ দ্বিতীয় স্থান অর্জন করেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) এশার নামাজের পর মসজিদুল হারামে বিজয়ী হাফেজ শিহাব উল্লাহকে ৫০ হাজার সৌদি রিয়াল পুরস্কারে ভূষিত করা হয়।

৪১তম কোরআন তেলোয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন আল শেখ, মক্কার হারাম শরিফের সিনিয়র ইমাম ডক্টর শেখ আব্দুর রহমান আল সুদাইস উপস্থিত ছিলেন।

হাফেজ শিহাব উল্লাহ রাজধানী ঢাকার যাত্রাবাড়ির তাহফিজুল কোরআন আয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

বিশ্বের ১০৩টি দেশের ১৪৬ জন হাফেজ সৌদি আরবে কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ১২ জন হাফেজ পুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন বাংলাদেশের হাফেজ জাকারিয়া। তিনিও এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!