সেলিনা জাহান প্রিয়ার কবিতা- হে নির্বোধ বালিকা

 

হে নির্বোধ বালিকা
—————– সেলিনা জাহান প্রিয়া

 

মৌনতার শেকড়-বাকড়ে বদনজর আজ
কেউ দাঁড়িয়ে থাকে তোমার অপেক্ষায় নীরবে
তুমি এই পথে আসবে বলে,হে নির্বোধ বালিকা-
কোন অলিক স্বপ্নে ডুবে যেতে চাও তুুমি একাকী
মৃত স্বপ্নটিও কেবল জেগে ওঠে নৈঃশব্দে হৃদয়ে
প্রেমিকের চুম্বনে কি আবারো কেঁপে ওঠে থরথর?
ভালোবাসা তবে কি শীতলপাটি বিছিয়ে দেয়া জমি
নাকি কি কোন কোনো নব্য প্রেমিকের বিষ ছুবল ?
ভালোবাসা ঘিরে কৃষ্ণপক্ষ জড়িয়ে জেগে ওঠে নৈঃশব্দ
‘কে কতটুকু ভালোবাসে ধ্রুপদী কি সেই প্রেম বুঝে !!
অপ্রাপ্তিতেই ভালোবাসার সার্থকতা প্রেমিকের চুম্বনে
রাতের বুক নেই কোন মাদকতার আস্বাদন প্রেমের ঘরে
আকাশসম চাহিদা শবদেহ ছুঁয়ে নামছে হৃদয়ে হৃদয়ে
ঢেকে দিচ্ছে সময়ের চিবুক ও আর্তনাদ নির্বোধ বালিকা
আবেগ ছুঁয়েছে যখনি,এসেছে শ্রাবণ প্লাবিত হয়েছে দুই কূল
পলাশের বনে কত শতাব্দী বয়ে যায় কত জোছনা বিষ্ন্ন হয়
ভালোবাসা তেমনি কোনো রঙ নেই ।কেন তুমি বর্ণহীন?
গায়ে রঙ মাখো! লাল নীল যেকোনো, জেনে যাক দুষ্ট গ্রহ –
যত দুঃখ ধারণ করেছে মানব ,তার অর্ধেক জুড়ে শূন্যতা।
কার বুকে কে মাথা রেখে কাঁদে নিরেট উত্তর পাবে,
একদম সোজাসাপটা হাজারলোকের অনধিকার দৃষ্টি!
বিজলী মেঘ শব্দের মত দুর দুরান্তে ছড়িয়ে পড়ে
প্রেম চাপা পড়ে মিথ্যার ভিড়ে নির্বোধ বালিকা ।
আর বাতাসের চাপা দীর্ঘশ্বাসে স্বাধীন পতাকার মত ই
এই শহরের কোনো গলির ইট পাথরে কৃষ্ণপক্ষ জড়িয়ে
জেগে ওঠে আরেকটি অপ্রাপ্তির গল্প নির্বোধ বালিকা ।
আটপৌরে সংসারের ফাদে সেসব স্বপ্ন কাদে অপ্রাপ্তি থেকে
শূন্যতার চারাগাছ জেগে উঠেছে চারদিক অনধিকার দৃষ্টি!
মাথা খুঁড়ে মরে আমাদের ভালোবাসা সেখানে,হে নির্বোধ বালিকা-
ধর্মের দেয়ালে আজ ভালোবাসা যেন শীতলপাটি বিছিয়ে দেয়া জমি
হে নির্বোধ বালিকা-প্রেমিকের প্রেম চুম্বনে বিষ ছুবল সর্বনাশা ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!