ইতিহাসের এই দিনে: ১০ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১০ জুন, ২০১৭, শনিবার। ২৭ জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬১তম (অধিবর্ষে ১৬২তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১৯০ খ্রিস্টাব্দের এই দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় রোম সম্রাট ফ্রেডরিক বার্বারোসা আর্মেনিয়ার সালেক নদী পার হতে গিয়ে ডুবে মৃত্যুবরণ করেন।

১৬১০ খ্রিস্টাব্দের এই দিনে গ্যালিলিও শনি গ্রহের দ্বিতীয় চক্র আবিষ্কার করেছিলেন।

১৭৫২ খ্রিস্টাব্দের এই দিনে বেঞ্জামিন ফ্র্যাংকলিন ঘুড়ি উড়িয়ে বজ্র থেকে বিদ্যুৎ আহরণ করতে সক্ষম হয়েছিলেন।

১৭৯০ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ সেনাবাহিনী মালয় নামে পরিচিত বর্তমানকালের মালয়েশিয়ার উপর হামলা চালায়।

১৮২৭ খ্রিস্টাব্দের এই দিনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নৌকা দৌড় প্রতিযোগিতা হয়।

১৮৮১ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার বিখ্যাত লেখক কাউন্ট লিও তলস্তয় চাষীর ছদ্মবেশে একটি মঠের দিকে তীর্থযাত্রা শুরু করেন।

১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বঙ্গীয় কলা অনুষদ গঠিত হয়।

১৯২৪ খ্রিস্টাব্দের এই দিনে ইতালির কমিউনিস্ট নেতা জিয়াকমো মাত্তিয়োত্তিকে ফ্যাসিস্টরা অপহরণ করে ও পরে হত্যা করে।

১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ড-ফ্রান্সের বিরুদ্ধে ইতালি যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৩ খ্রিস্টাব্দের এই দিনে তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক এর বিলুপ্তি ঘটে।

১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে স্যাব অটোমোবাইল তার প্রথম উৎপাদন শুরু করে।

১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে কুয়েত স্বাধীনতা লাভ করে।

১৯৬৭ খ্রিস্টাব্দের এই দিনে ৬ দিন যুদ্ধের পর ইসরায়েল ও সিরিয়া গোলাগুলি থেকে বিরত থাকতে একমত হয়।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে জর্ডানে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের সংঘর্ষে ১০০ জন নিহত হয়।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ ‘হর্ষবর্ধন’ সমুদ্র যাত্রা করে।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে উপসাগরীয় যুদ্ধে ইরাকের বিরুদ্ধে ‘অপারেশন মরু ঝড়ে’ মার্কিন যুক্তরাষ্ট্র্র বিজয় লাভ করে।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে রুয়ান্ডার ক্যাথলিক গীর্জায় ১৭০ জনকে হত্যা করা হয়।

২০০১ খ্রিস্টাব্দের এই দিনে মিডিয়া সম্রাট সিলভিও বালুসকনি দ্বিতীয়বারের মতো ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

জন্ম

০৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবু আল-ওয়াফা’ বুযজানি, তিনি ছিলেন ফার্সি গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ।

১২১৩ খ্রিষ্টাব্দের এই দিনে পার্সিয়ান দার্শনিক ফখরুদ্দিনের জন্ম।

১৬৮৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস ফ্রান্সিস এডওয়ার্ড স্টুয়ার্ট, তিনি ছিলেন ইংল্যান্ডের দ্বিতীয় জেমস ইংরেজ ছেলে।

১৮১৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুস্টাভে কউরবেট, তিনি ছিলেন ফরাসি সুইস চিত্রশিল্পী ও ভাস্কর।

১৮৩২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডুইন আর্নল্ড, তিনি ছিলেন ইংরেজ কবি ও সাংবাদিক।

১৮৩২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাউস অটো, তিনি ছিলেন জার্মান প্রকৌশলী।

১৮৮০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আঁদ্রে ডেরাইন, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর।

১৯১৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সল্‌ বেলো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক।

১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফররুখ আহমদ, তিনি ছিলেন বাঙালি কবি।

১৯২২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুডি গারল্যান্ড, তিনি ছিলেন আমেরিকান গায়িকা ও অভিনেত্রী।

১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিওলেটা ভিলাস, তিনি ছিলেন বেলজিয়ান পোলিশ গায়ক, গীতিকার ও অভিনেত্রী।

১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমানুল্লাহ আসাদুজ্জামান, তিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান: বাংলাদেশ) একজন শহীদ ছাত্রনেতা।

১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যারি হানেস, তিনি আইরিশ পরিচালক ও প্রযোজক।

১৯৫৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লো আনচেলত্তি, তিনি ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।

১৯৬৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেন ডানিলস, তিনি ইংরেজ অভিনেতা।

১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিজাবেথ জেন হার্লি, তিনি ইংরেজ মডেল, অভিনেত্রী ও প্রযোজক।

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ববি জিন্দাল, তিনি আমেরিকান সাংবাদিক, রাজনীতিবিদ ও লুইসিয়ানা ৫৫ তম গভর্নর।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভেন ফিসার, তিনি আমেরিকান পরিচালক ও প্রযোজক।

১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলবি মরকেল, তিনি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভাসিলিস টরসিডিস, তিনি গ্রিক ফুটবলার।

১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড এ্যান্ড্রু মিলার, তিনি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেক্সান্ড্রা স্ট্যান, তিনি রোমানিয়ার গায়িকা, গীতিকার, নৃত্যশিল্পী ও মডেল।

১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেট আপটন, তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী।

মৃত্যু

০৩২৩ খ্রিস্টপূর্বের এই দিনে মৃত্যুবরণ করেন মহান আলেকজান্ডার, তিনি ছিলেন ম্যাসেডোনীয রাজা।

০২২৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন লিউ বেই, তিনি ছিলেন চীনা সম্রাট।

০৭৫৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন আবুল আব্বাস আল সাফাহ, তিনি ছিলেন প্রথম আব্বাসীয় খলিফা।

১১৯০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ফ্রেডেরিক, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৫৫২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন আলেকজান্ডার বার্কলে, তিনি ছিলেন ইংরেজ কবি।

১৮৩৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন অঁদ্রে-মারি অম্পেয়্যার, তিনি ছিলেন ফরাসি পদার্থবিদ ও গণিতবিদ।

১৮৬৮ খ্রিস্টাব্দের এই দিনে সার্বিয়ার রাজা তৃতীয় মাইকেল মৃত্যুবরণ করেন।

১৯০১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট উইলিয়ামস বুখানা, স্কটিশ কবি, লেখক ও নাট্যকার।

১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন আরিগো বইটো, তিনি ছিলেন ইতালীয় লেখক, কবি ও সুরকার।

১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্টনি গাউদি ই কর্নেট, তিনি ছিলেন স্প্যানিশ স্থপতি।

১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মার্কাস গার্ভি, তিনি ছিলেন জ্যামাইকার সাংবাদিক ও একটিভিস্ট।

১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন সিগ্রিড উন্ডসেট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান লেখক।

১৯৫১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন এস ওয়াজেদ আলী, তিনি ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক।

১৯৬৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন স্পেন্সর ট্রেসি, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন রাইনের ওয়েরনের ফাসবিন্ডের, জার্মান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

২০০০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন হাফিজ আল আসাদ, তিনি প্রায় তিন দশক যাবত সিরিয়ার রাষ্ট্রপতি ছিলেন।

২০১২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন গর্ডন ওয়েস্ট, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড।

২০১৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন গ্যারি গিলমোর, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ও ব্যবস্থাপক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!