ইতিহাসের এই দিনে: ১৫ এপ্রিল

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১৫ এপ্রিল, ২০১৭, শনিবার। ২ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৫ তম (অধিবর্ষে ১০৬ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৯১২ সালের এই দিনে উত্তর আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ডে বিখ্যাত টাইটানিক

জাহাজ ২২২৪ জন ত্রু যাত্রী নিয়ে ডুবে যায়।

১৯৭২ সালের এই দিনে উত্তর ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমা হামলা চালায়।

১৯৭৬ সালের এই দিনে আমেরিকা লিবিয়ার ত্রিপলি এবং ইয়ানগাজীতে হামলা চালায়।

১৯৯৭ সালের এই দিনে মিনায় হাজি ক্যাম্পে অগ্নিকান্ডে ৩৪৩ জন হাজির মৃত্যু হয়।

জন্ম

১৪৫২ সালের এই দিনে ইতালীর কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ফ্লোরেন্সের

অদূরবর্তী ভিঞ্চি নগরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন।

১৭০৭ সালের এই্ দিনে সুইজারল্যান্ডের প্রখ্যাত ডাক্তার, নক্ষত্র ও গণিতবিদ লিওনার্দ

ইউলার জন্ম গ্রহণ করেন।

১৮৯০ সালের এই দিনে নিকোলাই ত্রুবেৎস্‌কোয় জন্ম গ্রহণ করেন, তিনি একজন রুশ

ভাষাবিজ্ঞানী ছিলেন।

১৮৯৮ সালের এই দিনে ইবরাহিম ইসমাইল চুন্দ্রিগড় জন্ম গ্রহণ করেন, তিনি পাকিস্তানের ৬ষ্ঠ

প্রধানমন্ত্রী।

১৯১৪ সালের এই দিনে অজিতকুমার গুহ জন্ম গ্রহণ করেন, তিনি বাঙালি শিক্ষাবিদ এবং

লেখক ছিলেন।

১৯৯০ সালের এই দিনে এমা ওয়াটসন জন্ম গ্রহণ করেন, তিনি বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী

ও মডেল ছিলেন।

মৃত্যু

১৬৪১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দমেনিকো জাম্পিয়েরি, তিনি ইতালীয় বারোক

চিত্রশিল্পী ছিলেন।

১৭৬৫ সালের এই দিনে রাশিয়ার বিখ্যাত কবি , সাহিত্যিক ও বিজ্ঞানী মিখাইল ভেসিলিভিচ

লোমোনোসোভ মৃত্যুবরণ করেন।

১৮৬৫ সালের এই দিনে আব্রাহাম লিংকন (মার্কিন রাষ্ট্রপতি (আততায়ীর গুলিতে নিহত হন।

১৯৩৮ সালের এই দিনে সেসার ভাইয়েহো মৃত্যুবরণ করেন, তিনি পেরুর কবি, লেখক,

নাট্যকার এবং সাংবাদিক ছিলেন।

১৯৫৭ সালের এই দিনে জগদীশ গুপ্ত মৃত্যুবরণ করেন, তিনি ভারত উপমহাদেশের অন্যতম

কবি, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার।

১৯৬৬ সালের এই দিনে হবীবুল্লাহ বাহার চৌধুরী মৃত্যুবরণ করেন, তিনি একজন বাঙালি রাজনীতিবিদ, লেখক ছিলেন।

১৯৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জঁপল সার্ত্র্‌, ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার,

সাহিত্যিক এবং সমালোচক ছিলেন।

১৯৮৬ সালের এই দিনে জ্যঁ জ্যেঁনে মৃত্যুবরণ করেন, তিনি ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক

অধিকার আন্দোলনকর্মী ছিলেন।

১৯৮৯ সালের এই দিনে হু ইয়াওবাং মৃত্যুবরণ করেন, তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!