ইতিহাসের এই দিনে: ১৯ আগস্ট

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১৯ আগস্ট, ২০১৭, শনিবার। ৪ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩১(অধিবর্ষে ২৩২তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৫৭ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতার পুরোনো টাকশাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্রা প্রস্তুত করেন।

১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে রুমানিয়া মিত্রশক্তিদের সাথে মৈত্রীচুক্তি স্বাক্ষর করে এবং পুরস্কারস্বরূপ তাকে বুকোভিনা (Bukovina), ত্রান্সিলভানিয়া (Transylvania) এবং বানাত (Banat) দেয়ার কথা বলা হয়।

১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে সোমালিল্যান্ড থেকে ব্রিটিশ সেনাবাহিনীকে বিতাড়িত করা হয়।

১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে প্যারিসে সশস্ত্র অভ্যুত্থানের সূচনা হয়।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে গানাদি ইয়ানাউফের নেতৃত্বে সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী সর্ব শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়।

জন্ম

০২৩২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কাস আউরেলিউস প্রবুস, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৫৯৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিজাবেথ স্টুয়ার্ট, তিনি ছিলেন বোহেমিয়ার রানী।

১৬৪৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ফ্ল্যামস্টিড, তিনি ছিলেন ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী ও অধ্যাপক।

১৬৮৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যামুয়েল রিচার্ডসন, তিনি ছিলেন ইংরেজ লেখক।

১৮৭১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অরভিল রাইট, তিনি ছিলেন বিমানের নকশা উদ্ভাবনকারী রাইট ভ্রাতৃদ্বয়ের একজন।

১৮৮১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ এনেস্কু, তিনি ছিলেন রোমানীয় বেহালাবাদক, পিয়ানোবাদক, সুরকার ও কন্ডাকটর।

১৮৪৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুস্টাভে কাইলেবটে, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।

১৮৮৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোকো চ্যানেল, তিনি ছিলেন ফরাসি ফ্যাশন ডিজাইনার ও চ্যানেল কোম্পানি প্রতিষ্ঠা করেন।

১৯২৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলার্ড স্টারলিং বয়েল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান পদার্থবিদ।

১৯৩৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জহির রায়হান, তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার।

১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেড থম্পসন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ান গিলান, তিনি ছিলেন ইংরেজ গায়ক ও গীতিকার।

১৯৪৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম জেফারসন ক্লিনটন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি।

১৯৫৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নান্নি মোরেত্তি, তিনি ইতালীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা।

১৯৫৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ান জেমস গোল্ড, তিনি ইংরেজ সাবেক ক্রিকেটার ও আম্পায়ার।

১৯৬৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সত্য নাদেলা, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাথু ল্যাংফোর্ড পেরি, তিনি মার্কিন অভিনেতা।

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেরি জো ফার্নান্দেজ, তিনি ডোমিনিকান বংশোদ্ভূত আমেরিকান সাবেক টেনিস খেলোয়াড় ও কোচ।

১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কো মাতেরাজ্জি, তিনি ইতালিয়ান ফুটবল।

১৯৮৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেসান্দ্রো মাত্রি, তিনি ইতালিয়ান ফুটবলার।

১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টিনা পেরি, তিনি আমেরিকান গায়িকা ও গীতিকার।

১৯৮৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকো হুল্কেনবেরগ, তিনি জার্মান রেস্‌ গাড়ী চালক।

১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভেরোনিকা রথ, তিনি আমেরিকান লেখিকা।

মৃত্যু

০০১৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করে সম্রাট আউগুস্তুস, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৪৯৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় ফ্রেডেরিক, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৫৮০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন আন্দ্রেয়া পালাডিও, তিনি ছিলেন ইতালীয় স্থপতি।

১৬৬২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ব্লেইজ প্যাসকেল, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ, পদার্থবিদ ও দার্শনিক।

১৭৫৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ইয়োহান বালথাসার নিউম্যান, তিনি ছিলেন জার্মান প্রকৌশলী ও স্থপতি।

১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন অগাস্ট ভিলিয়ার্স ডে আই’আইল-আদম, তিনি ছিলেন ফরাসি লেখক।

১৯০০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জেয়ান-বাপ্টিস্টে আকলায়, তিনি ছিলেন বেলজিয়ান বেহালাবাদক, সুরকার ও কন্ডাকটর।

১৯৩৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ফেদেরিকো গার্সিয়া লোরকা, তিনি ছিলেন স্প্যানিশ কবি, নাট্যকার ও পরিচালক।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন আলকিডে ডি গাস্পেরি, তিনি ছিলেন ইতালিয়ান রাজনীতিবিদ ও ইতালি ৩০তম প্রধানমন্ত্রী।

১৯৬৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মৌলভি তমিজউদ্দিন খান, তিনি ছিলেন বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার।

১৯৬৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন হুগো গেরন্সবাক, তিনি ছিলেন লাক্সেমবার্গ বংশোদ্ভূত আমেরিকান লেখক ও প্রকাশক।

১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন গ্রউচো মার্কস, তিনি ছিলেন আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও গায়ক।

১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন উৎপল দত্ত, তিনি ছিলে বাঙালি অভিনেতা, পরিচালক ও নাট্যকার।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন লিনাস কার্ল পাউলিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

২০০৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন লেভি ম্বানাওাসা, তিনি ছিলেন জাম্বিয়ার আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।

২০১২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন টনি স্কট, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান পরিচালক ও প্রযোজক।

২০১৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মুসা’ইদ বিন আব্দুল আজিজ আল সৌদ, তিনি ছিলেন সৌদি আরবের প্রিন্স।

২০১৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জেমস ফলি, তিনি ছিলেন আমেরিকান ফটোগ্রাফার ও সাংবাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!