ইতিহাসের এই দিনে: ১ নভেম্বর

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

০১ নভেম্বর, ২০১৭, বুধবার। ১৭ কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০৫ তম (অধিবর্ষে ৩০৬ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৬০৪ খ্রিস্টাব্দের এই দিনে উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো প্রথম বারের মতো লন্ডনের হোয়াইট প্যালেসে মঞ্চায়িত হয়।

১৮৯৭ খ্রিস্টাব্দের এই দিনে ইতালিয়ান ফুটবল দল জুভেন্টাস ফুটবল ক্লাব গঠিত হয়।

১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে পানামার স্বাধীনতাকামী জনতার আন্দোলন সফল হয় এবং তারা স্বাধীনতা অর্জন করে।

১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্র সর্ব প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়। এই বোমাটি হিরোশিমাতে নিক্ষিপ্ত বোমার চেয়ে প্রায় পাঁচশো গুণ বেশি শক্তিশালী।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে আহমদ বিন বালার নেতৃত্বে আলজেরিয়ায় স্বাধীনতাকামী যুদ্ধ শুরু হয়।

১৯৬৪ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার পদ্ধতি চালু হয়।

১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে অ্যান্টিগুয়া ও বারমুডা স্বাধীন হয়।

১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মূল ক্যাম্পাস উদ্বোধন করা হয়।

২০০৭ খ্রিস্টাব্দের এই দিনেবাংলাদেশের বিচার বিভাগকে নির্বাচন বিভাগ থেকে আলাদা করা হয়।

জন্ম
১৮৭৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন কার্লোস সাভেদ্রা লামাস, আর্জেন্টাইন রাজনৈতিক নেতা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন মাইকেল ডি. গ্রিফিন, নাসার প্রধান প্রশাসক।

১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন রবার্ট বি. লাফলিন, আমেরিকান পদার্থবিদ, নোবেল পুরস্কার পদার্থবিজ্ঞান বিজয়ী।

১৯৬৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন আকরাম খান, সাবেক বাংলাদেশি ক্রিকেটার।

১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ঐশ্বরিয়া রাই বচ্চন, ভারতীয় অভিনেত্রী।

১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ভিভিএস লক্ষণ, ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু
১৮৭৩ খ্রিস্টাব্দের এই দিনে মুত্যুবরণ করেন দীনবন্ধু মিত্র, নাট্যকার।

১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে মুত্যুবরণ করেন থিওডর মমসেন, জার্মান লেখক, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী।

১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে মুত্যুবরণ করেন বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।

১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে মুত্যুবরণ করেন সেভেরো ওচোয়া, স্পেনীয় বায়োকেমিস্ট, নোবেল পুরস্কার (জন্ম ১৯০৫)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!