২১ দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপি বৈঠক

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দেশের বিরাজমান পরিস্থিতিসহ চিকিৎসাধীন কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ঢাকায় অবস্থানরত ২১ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, ইইউ, নরওয়েসহ ২১ দেশের কূটনীতিকগণ। এসময় দলের (বিএনপির) পক্ষ থেকে দলীয় প্রধান কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে বলে জানা যায়।

বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি নেতা জেবা খান, মীর হেলাল, ইসরাক হোসেন প্রমুখ।

সাংবাদিকদের গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কূটনীতিকদের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সহ দেশের বিরাজমান অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। তারা বিষয়টি শুনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!