অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ২১ ফেব্রুয়ারি ২০১৭, ০৯ ফাল্গুন ১৪২৩। ফেব্রুয়ারি ২১ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫২ তম (অধিবর্ষে ৫২ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আজ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।

ঘটনাবলি

১৬১৩ সালের এই দিনে মস্কোর যাজকের পুত্র মিখাইল রোমানভ রাশিয়ার জার নির্বাচিত।

১৭৯৫ সালের এই দিনে নেদারল্যান্ডসোর ব্রিটেনের কাছে সিলন (বর্তমান শ্রীলঙ্কা) হস্তান্তর।

১৮৪৮ সালের এই দিনে কার্ল মার্ক্স কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেন।

১৯০১ সালের এই দিনে কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৯১৬ সালের এই দিনে প্রথম মহাযুদ্ধে জার্মান ও ফরাসী সেনাদের মধ্যে ভার্দুনের রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয় (ভয়াবহ দীর্ঘস্থায়ী এ যুদ্ধে নিহত হয় ১০ লক্ষাধিক লোক)।

১৯২০ সালের এই দিনে বৃটেনের ষড়যন্ত্র ও হস্তক্ষেপকামী নীতির অব্যাহত ধারায় রেজা খান নামের একজন নিচু পর্যায়ের সেনার নেতৃত্বে ইরানে সেনা-অভ্যুত্থান ঘটানো হয়।

১৯২১ সালের এই দিনে ব্রিগেডিয়ার রেজা খান কর্তৃক সামরিক অভ্যূত্থানের মাধ্যমে ইরান সরকার উৎখাত। পরে রেজা খানের রেজা শাহ উপাধি ধারণ।

১৯৪৬ সালের এই দিনে বোম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ ঘটে।

১৯৫২ সালের এই দিনে ব্রিটেনে পরিচয়পত্র বিলুপ্ত।

১৯৫৮ সালের এই দিনে মিশর ও সিরিয়ার জনগণ এক গণভোটে ঐক্যবদ্ধ রাষ্ট্রজোট হিসেবে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠনের পক্ষে রায় দেন।

১৯৫৮ সালের এই দিনে গণভোটে সংযুক্ত আরব প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন নাসের।

১৯৭২ সালের এই দিনে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের চীন সফর।

১৯৮৩ সালের এই দিনে চাপিয়ে দেয়া যুদ্ধের সময় ইরানী মুজাহিদরা দক্ষিণ পশ্চিম ইরান থেকে খায়বার শীর্ষক অভিযান শুরু করে।

২০০০ সালের এই দিনে বিশ্বে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।