ইতিহাসের এই দিনে: ২ নভেম্বর

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

২ নভেম্বর, ২০১৭, বৃহস্পতিবার। ১৭ কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০৬ তম (অধিবর্ষে ৩০৭ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৭২ খ্রিস্টাব্দের এই দিনে মর্নিং পোস্ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৮৮০ খ্রিস্টাব্দের এই দিনে জেমস গার্ফিল্ড যুক্তরাষ্ট্রের ২০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৮৭৬ খ্রিস্টাব্দের এই দিনে কেশবচন্দ্র সেনের উদ্যোগে ‘ইন্ডিয়ান রিফর্মার অ্যাসোসিয়েশন’ বা ‘ভারত সংস্কার সভা’ স্থাপিত হয়।
১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে উত্তর ডাকোটা ও দক্ষিণ ডাকোটা যুক্তরাষ্ট্রের যথাক্রমে ৩৯ ও ৪০তম রাজ্য হিসেবে যুক্ত হয়।
১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়া ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনে ইহুদিদের জন্য আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ব্রিটেনের সম্মতির কথা ঘোষণা করেন।
১৯২০ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম নিয়মিত বেতার সম্প্রচার শুরু হয়।
১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে হাইলে সোলাসি ইথিওপিয়ার সম্রাট হন।
১৯৬৩ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের রাজা সাউদকে সরিয়ে তার সৎভাই ফয়সাল রাজা হন।
১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। এর আগে দেশটি সাড়ে তিনশ বছর ধরে হল্যান্ডের উপনিবেশ ছিল।

জন্ম
১৮৬৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ওয়ারেন জি হার্ডিং, যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি।
১৮৭৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ভিক্টর ট্রাম্পার, অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার।
১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন শাহরুখ খান, জনপ্রিয় ভারতীয় অভিনেতা।

মৃত্যু
১৮১৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন স্যামুয়েল রোমিলি, বিখ্যাত ব্রিটিশ আইন সংস্কারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!