ইতিহাসের এই দিনে: ৪ জুন

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ৪ জুন, ২০১৭, রবিবার। ২১ জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৫তম (অধিবর্ষে ১৫৬তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৯৪ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ বাহিনী হাইতির পোর্ট ও প্রিন্স দখল করে নেয়।

১৮৩০ খ্রিস্টাব্দের এই দিনে ঐতিহাসিক ক্যালকাটা হাইস্কুল প্রতিষ্ঠা হয়।

১৮৪৫ খ্রিস্টাব্দের এই দিনে মেক্সিকো-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়।

১৮৫৯ খ্রিস্টাব্দের এই দিনে মেজেন্টা যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রীয়দের পরাজয় হয়।

১৯২০ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধশেষে প্যারিস সম্মেলনে মিত্র ও সহযোগী শক্তির সাথে হাংগেরির ত্রিয়ানোঁ চুক্তি (Traité de Trianon) স্বাক্ষরিত হয়।

১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনী জার্মানীর সাথে যুদ্ধে ডানকার্ক থেকে সরে আসে।

১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্রশক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু হয়।

১৯৪৩ খ্রিস্টাব্দের এই দিনে আর্জেন্টিনায় এক সেনা অভ্যুত্থানে র্যামন কাস্টিলো ক্ষমতাচ্যুত হন।

১৯৪৬ খ্রিস্টাব্দের এই দিনে জুয়ান ফেরোন আর্জেনটিনারপ্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ১৫ আগস্ট ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন।

১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে পেরুতে ভূমিকম্পে অর্ধ লক্ষাধিক লোক নিহত।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে প্রশান্ত মহাসাগরীয় ১৬৯ টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা লাভ করে।

১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েন আন মেন স্কোয়ারে প্রগতিপন্থী ছাত্র আন্দোলন ভেঙে দেয়ার জন্য সেনাবাহিনীর হামলায় আনুমানিক তিন হাজার প্রতিবাদী ছাত্রছাত্রী নিহত হয়।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে সর্বপ্রথম ডিস এন্টিনা চালু হয়।

জন্ম

১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে ইতালির জনক জিউসেপ গ্যারিবল্ডির জন্ম হয়।

১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকান অভিনেত্রী জুলি হোয়াইট এর জন্ম।

১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে অ্যাঞ্জেলিনা জোলি, মার্কিন অভিনেত্রী এর জন্ম।

১৯৭৬ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত কানাডিয়ান অভিনেতা টিম রজন এর জন্ম।

১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে লুকাস পোদোলস্কি, জার্মান ফুটবল খেলোয়াড় এর জন্ম।

মৃত্যু

১৮৭৬ খ্রিস্টাব্দের এই দিনে তুরস্কের সুলতান আবদুল আজিজ আততায়ীর হাতে নিহত হন।

১৯৩১ খ্রিস্টাব্দের এই দিনে আরব নেতা ও হেজাজের বাদশাহ ইবন আলী হুসেইনের মৃত্যু।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানির সম্রাট দ্বিতীয় ভিলহেম মৃত্যুবরণ করেন।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে পেরুতে ভূমিকম্পে অর্ধ লক্ষাধিক লোক নিহত হয়।

১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় গুরু ও নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল।

১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে ইংলিশ চ্যানেল বিজয়ী প্রথম বাঙালি ব্রজেন দাসের মৃত্যু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!