ইতিহাসের এই দিনে: ৪ মে

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ৪ মে, ২০১৭, বৃহ্সপতিবার। ২১ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৪তম (অধিবর্ষে ১২৫তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫০২ খ্রিস্টাব্দের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমূদ্র ভ্রমণে গিয়ে কোস্টারিকা আবিস্কার করেন।

১৬২৬ খ্রিস্টাব্দের এই দিনে ডাচ অভিযাত্রী পিটার মিনিট (Peter Minuit) ম্যানহাটন দ্বিপে প্রথম ইউরোপীয় হিসেবে পা রাখেন, যেখানে আজকের নিউ ইয়র্ক শহর অবস্থিত।

১৭১৫ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রেঞ্চ প্রস্তুতকারী সর্বপ্রথম ভাঁজ করা যায় এমন ছাতা উদ্ভাবন করে।

১৭৭৬ খ্রিস্টাব্দের এই দিনে রোড আইল্যান্ড ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৮০০ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৮০৭ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্স ও ইরানের মধ্যে ফিংকেষ্টাইন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৮৬ খ্রিস্টাব্দের এই দিনে শিকাগোর হে মার্কেটে বিশাল শ্রমিক সমাবেশে মার্কিন পুলিশ নির্মম নির্যাতন চালায় এবং ৮ জন শ্রমিক নেতাকে প্রাণদণ্ড দেয়।

১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল নির্মাণ শুরু করে।

১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে চীনে ‘৪ঠা মে’ আন্দোলন নামে সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ বিরোধী বিখ্যাত গণ আন্দোলনের সূচনা হয়।

১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে মহাত্মা গান্ধী ব্রিটিশদের হাতে গ্রেপ্তার হন।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানীর ন্যাশনাল সোশালিস্ট পার্টি বা নাৎসি পার্টি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।

১৯৫৮ খ্রিস্টাব্দের এই দিনে লেবাননের তৎকালীন প্রেসিডেন্ট ক্যামিলি শ্যামৌনের শাসনের বিরুদ্ধে দেশটিতে ব্যাপক গণবিক্ষোভ ও গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৫৯ খ্রিস্টাব্দের এই দিনে গ্র্যামি অ্যাওয়ার্ড প্রদান শুরু হয়।

১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে ইসরায়েলি প্রধানমন্ত্রী রাবিন এবং ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের স্বায়ত্তশাসনের চুক্তিতে স্বাক্ষর করেন।

জন্ম

১০০৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম হেনরি, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।

১৬৫৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাংক্সি, তিনি ছিলেন চীনের সম্রাট।

১৭৩৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাঁ শার্ল বোর্দা, তিনি ছিলেন ফরাসী জ্যোর্তিবিদ।

১৭৯৬ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকান শিক্ষাবিদ হোরেস ম্যান জন্মগ্রহণ করেন।

১৮২৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস হেনরি হাক্সলি, তিনি ছিলেন ইংরেজ জীববিজ্ঞানী।

১৮৪৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন একজন বাঙালি নাট্যকার, সংগীতস্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী।

১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাকুয়েই তানাকা, তিনি ছিলেন জাপানি সৈনিক, রাজনীতিক ও ৬৪ তম প্রধানমন্ত্রী।

১৯২৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুহাম্মদ হোসনি সাইদ মুবারাক, তিনি মিশরের এয়ার মার্শাল ও রাজনীতিবিদ ও মিসর ৪র্থ তম প্রেসিডেন্ট।

১৯২৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অড্রে হেপবার্ন, তিনি ছিলেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী।

১৯৪৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিওরগি আস্পারুহোভ, তিনি ছিলেন বুলগেরিয় ফুটবলার।

১৯৫১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাকি জ্যাকসন, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও নৃত্যশিল্পী।

১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভের্নার ওয়েরনের ফায়মান, তিনি অস্ট্রীয় রাজনীতিবিদ ও ২৮ তম চ্যান্সেলর।

১৯৬৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মনিকা বারডেম, তিনি স্প্যানিশ অভিনেত্রী।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ট্রেন্ট মিল্টন, তিনি অস্ট্রেলীয় প্যারালিম্পিক স্নোবোর্ডার।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে Green  Day’র বেজ গিটারিস্ট মাইক ডির্ন্ট জন্মগ্রহণ করেন।

১৯৮৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান, তিনি অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৮৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মানজারুল ইসলাম রানা, তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটার।

১৯৮৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেস্‌ ফাব্রিগাস, তিনি স্প্যানিশ ফুটবলার।

মৃত্যু

১৬৭৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন আইজাক ব্যারো, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও ধর্মতত্ত্ববিদ।

১৭৯৯ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে টিপু সুলতান নিহত হন, তিনি ছিলেন ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা।

১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল ভন অসিটযকয়, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাংবাদিক ও সমাজ কর্মী।

১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন পূর্ণচন্দ্র দাস, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী।

১৯৬৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন অতুলকৃষ্ণ ঘোষ, তিনি ছিলেন একজন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী।

১৯৬৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন বিপ্লবী ইন্দুমতী সিংহ, তিনি ছিলেন মাস্টার দা সূর্যসেনের সহযোদ্ধা।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন এডয়ার্ড কেলভিন কেন্ডাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জোসিপ ব্রজ টিটো, তিনি ছিলেন যুগোস্লাভিয়ার ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।

১৯৮৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন আবুল ফজল, তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন।

১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে অর্থনীতিবিদ আখলাকুর রহমান মৃত্যুবরণ করেন।

২০১২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন রাশিদি ইয়েকিনি, তিনি ছিলেন নাইজেরিয়ান ফুটবলার।

২০১৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টিয়ান ডি ডুভে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত বেলজিয়ান বায়োকেমিস্ট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!