৫০ হাজার টাকার জন্য শ্বাসরোধে হত্যা

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার কিশোরগঞ্জ উপজেলায় ফারহানা বেগম (২০) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামী মাজেদুল ইসলামের বিরুদ্ধে।

শনিবার (০৩ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের মুশা মোতাপাড়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারহানা ওই ইউনিয়নের মুশা নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দুইবছর আগে মাজেদুল ইসলামের সঙ্গে বিয়ে হয় ফারহানা বেগমের। এরপর থেকেই মাজেদুল ইসলাম একটি মোটরসাইকেল ও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে ফারহানা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।
সকালে এ বিষয় নিয়ে তাদের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হলে মাজেদুল বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ফারহানাকে হত্যা করে বলেও দাবি স্থানীয়দের।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারহানা বেগমের লাশ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকে মেয়েটির স্বামী পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!