৮মার্চ আন্তর্জাতিক নারী দিবসের অংশ হিসেবে টাঙ্গাইলে আজ ৬মার্চ মানববন্ধন অনুষ্ঠিত॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে আজ ৬ মার্চ বুধবার টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নারী দিবসে একাত্ততা প্রকাশ করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)’র প্রোগ্রাম কর্মকর্তা বায়েজীদ, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) প্রমুখ। মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখা, নারী মুক্ত সংঘ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), লাইট হাউজ, জাতীয় মহিলা সংস্থা, সরকারি শেখ ফজিলাতুন নেসা মহিলা মহাবিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল পৌরসভা, এলজিইডি, ব্র্যাক, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!