ইতিহাসের এই দিনে: ৯ জুলাই

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ৯ জুলাই, ২০১৭, রবিবার। ২৫ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯০ত(অধিবর্ষে ১৯১তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৬২৮ খ্রিস্টাব্দের এই দিনে হযরত রাসূলুল্লাহ (সা.) কর্তৃক রাজন্যবর্গের নামে পত্র প্রেরণ।

১৮১০ খ্রিস্টাব্দের এই দিনে নেপোলিয়ানের অধীনে হল্যান্ড ফরাসী সাম্রাজ্যের অধিভুক্ত হয়।

১৮১৬ খ্রিস্টাব্দের এই দিনে আর্জেন্টিনা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮৭৭ খ্রিস্টাব্দের এই দিনে উইম্বলডন প্রতিযোগিতার উদ্বোধন হয়।

১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানির ভার্সাই চুক্তি অনুমোদন।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত ইউনিয়নের পসকভ অঞ্চল জার্মান নাৎসি বাহিনীর দখলে চলে যায়।

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে এক মাস যুদ্ধ বিরতির পর আরব ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়।

১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে নিউক্লিয়াস অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে রাসেল আইনস্টাইনের ইশতেহার প্রকাশ।

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে মরক্কোর বাদশা হোসেনের জন্মদিন অনুষ্ঠানে হামলা। ১০০ লোক নিহত।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে বাহামা স্বাধীনতা লাভ করে।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে দখলদার ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সদস্যরা ফিলিস্তিনের সংগ্রামী লেখক গাসান কানানিকে হত্যা করে।

১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে আর্জেন্টিনায় ৬০ বছরের মধ্যে প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে কার্লোস মেনেসের শপথ গ্রহণ।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে মেক্সিকোতে দীর্ঘস্থায়ী (৫৮ সেকেন্ড) সূর্যগ্রহণ। ২০৩২ সালের আগে এতো দীর্ঘ সূর্যগ্রহণ হবে না বলে ধারণা।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে বরিস ইয়েলৎসিন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রাশিয়ার পুনরায় চেচনিয়া আক্রমণ।

১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে শিরোপা নির্ধারণী ম্যাচে হলিফিল্ডের কানে কামড় দেয়ায় মাইক টাইসনের লাইসেন্স বাতিল। ৩০ লাখ ডলার জরিমানা।

২০০২ খ্রিস্টাব্দের এই দিনে আফ্রিকার দেশগুলোর নেতৃবৃন্দ অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটির স্থলে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠার ঘোষণা দেন।

২০১১ খ্রিস্টাব্দের এই দিনে সুদান থেকে পৃথক হয়ে যায় দক্ষিণ সুদান।

জন্ম

১৭৮৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন জার্মান ভাস্কর রুডলফ শ্যাডো।

১৮১৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন সেলাই মেশিনের মার্কিন উদ্ভাবক এলিয়াস হাউ।

১৮৫৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন জার্মান-মার্কিন নৃবিজ্ঞানী ফ্রান্স বোয়াস।

১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন কবি কালিদাস রায়।

১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন এডওয়ার্ড হিথ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৩২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড।

১৯৩৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন অলিভার স্যাক্স, একজন স্নায়ু বিশেষজ্ঞ।

১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন সঞ্জীব কুমার, একজন ভারতীয় অভিনেতা যিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করতেন।

১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন টম হ্যাংক্‌স্, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

১৯৫৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন টিম ক্রিং, মার্কিন চিত্রনাট্য রচয়িতা এবং টেলিভিশন প্রযোজক।

মৃত্যু

৭৪২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন ইমাম ইবন শিহাব যুহরী।

৮৭৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন সুফী ও ইসলাম প্রচারক হযরত বায়েজীদ বোস্তামী (রহ.)।

১৭৯৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন এডমান্ড বার্ক, এঙ্গলো-আয়ারল্যান্ডীয় লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ, এবং দার্শনিক।

১৮৫০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন জ্যাকারি টেইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি।

১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন আমাদিও আভোগাদ্রো, ইতালীয় রসায়নবিদ।

১৯২২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন জাপানি সাহিত্যিক ওগাই মোরির।

১৯৪৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন শ্যামদেশের রাজা আনন্দ মাইদল।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন শিশু সাহিত্যিক সুখলতা রাও।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন উত্তর কোরিয়ান রাষ্ট্রনায়ক কিম ইল সুং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!