৯ দিনের ছুটি শেষে বাণিজ্য কার্যক্রম শুরু বাংলাবান্ধা স্থলবন্দরে

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৯ দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

আজ (সোমবার) থেকে স্বাভাবিক হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম।

এর আগে ঈদ ও জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে উভয় দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ৯ থেকে ১৮ আগস্ট পর্যন্ত সরকারি ছুটিসহ মোট ৯দিন বন্ধ ছিল এই কার্যক্রম।

এদিকে বাংলাবান্ধা চেকপোস্ট ইমিগ্রেশন সূত্র জানায়, ঈদ উল আযহা ও জাতীয় শোক দিবস উৎযাপনের ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ছিলো স্বাভাবিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!