এম এস ইসলাম আকাশ এর কবিতা- ফিরে যেতে চাই সেই দিনগুলোতে
ফিরে যেতে চাই সেই দিনগুলোতে
-এম এস ইসলাম আকাশ
-এম এস ইসলাম আকাশ
কতদিন পা পড়েনি সেই মেঠো পথে,
যেখানে প্রতিটি বাঁক ছিল শৈশবের আঁকাবাঁকা আঁচর,
যেখানে ধুলোবালির গন্ধে মিশে থাকত মাটির মমতা।
শিশিরভেজা ঘাসের উপর খালি পায়ে হেঁটে যাওয়ার
সে সকালের পরশ যেন ছিল প্রার্থনার মতো পবিত্র।
পায়ের পাতায় লেগে থাকা সেই শীতলতার স্পর্শ
দিনভর মনকে রাখত নরম, কোমল, আলো-আঁধারের মতো শান্ত।
কতদিন চোখে পড়েনি ভোরের প্রথম সোনালী রোদ,
যা ধীরে ধীরে আঁধার ছিঁড়ে ছড়িয়ে দিত প্রাণের আলো।
কতদিন শোনা হয়নি রাতের নিস্তব্ধতার সুর,
যেখানে ঝিঝি পোকার ডাক আর দূরের কুকুরের সাড়া
একই সঙ্গে ভয় আর আশ্বাস বুনে দিত অন্তরে।
জোনাকির ক্ষুদ্র দীপ্তি মেখে পথ চলা
সেটা ছিল রূপকথার মতো জাদু,
যেখানে আকাশের তারারা নেমে আসত হাতের নাগালে।
বন্ধুদের সঙ্গে সেই অবিরাম গল্পের মালা, হাসির ফোয়ারা, আড্ডার উচ্ছ্বাস
সবই আজ জমে আছে হৃদয়ের কোণে,
যেন পুরনো এক ডায়েরির হলুদ পাতায় শুকনো ফুল।
কতদিন বাবার কড়া শাসন শুনিনি,
যার প্রতিটি বাক্যে লুকিয়ে ছিল পাহাড়সম নিরাপত্তা।
মায়ের হাতের কোমল স্পর্শ— যা আমার ভেতরের সব ক্লান্তি
আর সব হারানোর বেদনা মুহূর্তেই মুছে দিত
সে স্পর্শ এখন শুধু স্মৃতির ভেতর টিকে আছে।
বোনের স্নেহভরা আদর, তার রাগে ভরা ভালোবাসা,
ভাইয়ের গর্বে জড়ানো আপনজনের বন্ধন
সবই যেন সময়ের স্রোতে দূরে ভেসে গেছে।
আজ আমি দাঁড়িয়ে আছি শহরের চকচকে মরীচিকায়,
যেখানে কৃত্রিম আলো চোখ ঝলসায়,
যেখানে রুজির অদৃশ্য শৃঙ্খল বেঁধে রাখে
প্রাণহীন ইট-কাঠ-সিমেন্টের দেয়ালের ভেতর।
বন্ধুহীন, আপনজনহীন এই জনসমুদ্রের ভিড়ে
আমি যেন এক নীরব দ্বীপ,
নিঃসীম নিঃসঙ্গতার ঢেউয়ে হারিয়ে ফেলেছি জীবনের তাল।
তবু মাঝে মাঝে মন চায়
সব কিছু ফেলে রেখে ফিরে যাই সেই মেঠো পথে,
যেখানে শিশির ভেজা ঘাস আমার পা চুম্বন করবে,
যেখানে ভোরের সোনালী আলো চোখ ভরিয়ে দেবে,
যেখানে মায়ের কোলের ছায়ায় আমি আবারও নিজেকে খুঁজে পাব
ঠিক যেমন ছিলাম— প্রথম দিনের মতো, নিঃশব্দে সুখী, অসীমে মুক্ত।