অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
০৭/০৭/২০১৮ খ্রিঃ ১৩.৫০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন
সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ রুহুল আমিন (এক্স),
বিএনভিআর এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের
ভিত্তিতে ঘটনাস্থল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন চর গড়গড়ি এলাকা হইতে ধৃত
আসামী- ১। মোঃ ফটিক পরামানিক (৫৫), পিতা- মৃত- তৈয়জ উদ্দিন পরামানিক,
সাং- চর গড়গড়ি ও ০২। মোঃ জালাল পরামানিক (৩৫), পিতা- মৃত ইসলাম
পরামানিক, সাং- নিমায়াত উল্লাহপুর, উভয় থানা- ঈশ্বরদী, জেলা- পাবনাদ্বয়ের
হেফাজত হতে ০.২২৫ গ্রাম গাঁজা, নগদ ১৭৪০/- টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করা
হয়।
উল্লেখ্য, ধৃত আসামীগন দীর্ঘদিন যাবত অত্র এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা
ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়।
এ সংক্রান্তে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মামলা রুজু করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।


 
             
            