না ফেরার দেশে চলে গেলেন পবা উপজেলা চেযারম্যান মুনসুর রহমান শোক প্রকাশ করেছেন যুবলীগ নেতা মঈনুদ্দীন
সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি
তানোর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মঈনুদ্দীন  রাজশাহী জেলার পবা  উপজেলা পরিষদের মাননীয় চেযারম্যান বিশিষ্ট শিল্পপতি জনাব মোঃ মুনসুর রহমান এর মৃত্যু তে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা প্রকাশ করেন।
আজ রবিবার (২২ নভেম্বর)   করোনা আক্রান্ত  হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  মৃত্যু বরন  করেছেন   পবা উপজেলা চেয়ারম্যান জনাব মুনসুর রহমান  ইন্নালিল্লাহী  ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
   	
