ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সবাইকে নিয়ে উৎসব-মুখরভাবে নির্বাচন করতে চায় সরকার। এমন একটি নির্বাচন করে দেয়া সরকারের দায়িত্ব।

সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রমনায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ঐকমত্য কমিশনের সদস্যরা অংশ নেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ঐকমত্য কমিশন দীর্ঘ প্রচেষ্টায় একটি জায়গায় এসেছে। এজন্য সবাইকে একান্তভাবে ধন্যবাদ দিতে চাই। জুলাই জাতীয় সনদ পৃথিবীর রাজনৈতিক সিস্টেমের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আপনারা একটি অসম্ভবকে সম্ভব করেছেন। কেউ চিন্তা করেনি শেষ পর্যন্ত এটা হবে।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে দেশের একজন নাগরিক হিসেবে গর্ববোধ করছি। ব্যক্তি হিসেবে গর্ববোধ করছি এ কারণে যে, আমি এর সঙ্গে যুক্ত আছি। যারা এর সঙ্গে জড়িত জাতি তাদের সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আপনারা যে দলিলগুলো তৈরি করেছেন তা হারিয়ে যাবে না। এর সঞ্চারণের দায়িত্ব সরকার নেবে। বিতর্কগুলোও অমূল্য সম্পদ। এগুলোও সংরক্ষণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!