মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- ধরিত্রী যখন গর্জে ওঠে
“ধরিত্রী যখন গর্জে ওঠে”
মোহাম্মদ গোলামুর রহমান
নাস্তা করি মামার ঘরে,
দাঁড়াই আমি নির্ভার;
হঠাৎ দেখি দুলে ওঠে,
ঘরজুড়ে নামে আঁধার।
ভয়ঙ্কর কম্পন শুরু,
থরথর কাঁপে বুক;
উদ্বেগে জমে ঝড়ের তান,
ভয়েতে শুকায় মুখ।
মানুষ দিশেহারা ছোটে,
পথে মানুষের ঢল;
ভরে ওঠে প্রাণের ভেতর,
নামে শুধু ভেজা জল।
মাটির নিচে অচেনা শক্তি,
হুংকার দিয়ে যায়;
ঘরবাড়ি দোল খেয়ে চলে,
প্রাণে শুধু ভয় পায়।
ক্ষণিক পরে থামে সবই,
নীরব দিগন্তভূমি;
জীবন যেন পাপের বোঝা,
আঁধারেতে যাই ডুমি।
প্রভু তুমি রক্ষা করো,
হে দয়াময় নিয়াম;
কম্পমান এ জীবনকে,
শান্ত মন অবিরাম।

