মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ
মেঘে ঢাকা নীল আকাশ
-মোহাম্মদ গোলামুর রহমান
মেঘে ঢাকা নীল আকাশ
ডুবন্ত শেষ বেলা—
নিরব নিভৃতে কাঁদে মন
ভেঙে যায় রে মেলা।
বড় মানুষের কথা বড়
মেনে নিতে হয়—
ভালমন্দ যাই বলে সে
ভালো তাকে কয়।
অন্যায় আর দুঃশাসন
চলছে তো চলবে—
তাদের মতো করে কথা
বলছে তো বলবে।
প্রতিবাদের ভাষা কি আর
কারো সাধ্যে আছে—
কলমে আঁচড় মারার শক্তি
কেবল তাদের কাছে।
নীরবতার আড়ালে লুকিয়ে
পায়না খুঁজে আশ্বাস—
কেউ কি জানে যে চুপচাপ
ঝরে আসে নিঃশ্বাস।
শক্তি নেই কি বাঁধা দিতে
অন্যায়ের ঢেউ—
মধ্যাহ্নের রোদে বসে যেন
নিঃশব্দে কাঁদে কেউ।
তবু হৃদয় চুপচাপ বলে
একদিন বদল হবে—
অপমান নিপীড়নের ডোর
ভাঙবে এক নব জবে।
কলমের সূক্ষ্ম আঁচড়ে লিখি
সত্যের নীড়—
ভালোবাসার শক্তিতে অক্ষয়
থাকে অন্যায় স্থির।

