মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ
-মোহাম্মদ গোলামুর রহমান হায়দার

পৃথিবীর বুকে জড়িয়ে রাখা —
কিছু মুহূর্ত কয়,
হাসি–কান্নার দ্বারপ্রান্তে —
তোমার স্পর্শ রয়।

গোধুলিতে রঙের আঁধার —
ছায়া নামে ধীরে,
মরিচীকার ডাক শুনে মন —
হারায় পথের তীরে।

জোছনা ভেজা রাতের কোলে —
তারার নীরব গান,
চাওয়াচাওয়ি চোখের ভাষায় —
রাখি প্রেমের মান।

ভালোবাসার নীল আকাশে —
স্বপ্ন আঁকি দু’জন,
অতল কোনো আকুলতায় —
ধরি হাতের পণ।

চিরকালের সেই গল্পখানা —
লুকায় হৃদয় মাঝে,
সময়–প্রবাহ ছুঁয়ে রাখে —
তুমি আমি–সাজে।

উষার কণায় রৌদ্র নামে —
নতুন সকালের ডাক,
আলোছটায় ভেসে ওঠে —
শালিকেরই ঝাঁক।

ঝরা পাতার বুকে জমে —
স্মৃতির রঙিন দাগ,
হৃদয়–তারায় লিখে রাখি —
তব পাওয়ার লাগ।

নীরবতার পরশ বয়ে —
চোখের পানে চায়,
তারারাও যেন কাব্য হয়ে —
মনে প্রেম সাজায়।

বৃষ্টিফোঁটার প্রেম–গাথায় —
আড়াল ভাষা হাস,
চিরন্তন এই আকুলতায় —
অবিরাম হৃদয় আশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!